২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আজব কাণ্ড

-

যখন আমি বাড়ির বড় ছেলে
ঘটক বাবু সব অজুহাত ফেলে
ধার্য করে আমার বিয়ের দিন
সবাই খুশি তাক ধিনাধিন ধিন।

বহু দিনের পাত্রী দেখার ইতি
বুকের মাঝে আগলে রাখি স্মৃতি
এই মেয়েটা পছন্দ খুব
আনন্দে দেই রাত্রিতে ডুব।

সানাই বাজে তাক ডুমাডুম ডুম
আত্মীয়দের খাওয়ার মহাধুম
বিয়ের গাড়ি বাড়ি এলো যেই
গিন্নী ছাড়া কেউ তো ঘরে নেই।

হঠাৎ করেই বিয়ের গোলাপ ফোটে
সইল না আর কপালে সুখ মোটে
ঘুমটা কখন ভেঙে গেল হায়
কারে বলি দুঃখে পরান যায়!

চেয়ে দেখি সকাল ৬টা বাজে
সে দিন থেকে মন বসে না কাজে
ঘরে আসে হাজার ফুলের মৌ
আজব কাণ্ড কোথায় গেল বউ?


আরো সংবাদ



premium cement