২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পেঁয়াজ

-

স্ত্রী :
তোমারে আনতে কইছি পেঁয়াজ
আনছো দেহি মুলা
আমিও রাঁধব না কিছু আজ
জ্বালাব না চুলা।

স্বামী :
বাজারেতে লাগছে আগুন, গিন্নি
পুড়ছে দ্যাখো পেঁয়াজ
পেঁয়াজ ছাড়া হয় না কি আর রান্না
নাই এমন রেওয়াজ?

স্ত্রী :
পেঁয়াজ কেনার মুরোদ নাই, হু
কিসের চাকরি করো?
কোট-প্যান্ট রাইখ্যা দিয়া আজই
পেঁয়াজের ব্যবসা ধরো।

স্বামী :
কথাখানা কইছো হাছা, দারুণ
পাবা তুমি পুরস্কার
শাড়ির বদলে দিবো তোমায় গো
পেঁয়াজেরই হার!


আরো সংবাদ



premium cement