সাত দিন পর
- জোবায়ের রাজু
- ২৬ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০
আজকাল ফেসবুকের নেশা আমায় পেয়ে বসেছে। ভার্চুয়াল জগৎ হলেও বেশ ভালো লাগে এটা আমার। বিশেষ করে মেসেঞ্জার। চেনা-অচেনা বন্ধুদের সাথে মেসেজ আদান-প্রদানে যথেষ্ট ভূমিকা রাখি আমি।
বেশ ক’দিন ধরে লক্ষ করছি, কিছু পোলাপান আমাকে মেসেজে কী যেন ছবি পাঠিয়ে লেখেÑ ‘এটা দশজনকে ফরোয়ার্ড করলে সাত দিন পর আপনার যেকোনো সুখবর আসবে।’
এসব মেসেজের সারমর্ম বরাবরই আমার কাছে অযৌক্তিক এবং ভুয়া মনে হয়। তাই সাধারণত এসব মেসেজ এলে সেভাবে পাত্তা দেই না, বরং বিরক্ত হই।
কিন্তু সেদিন বন্ধু শুভ ইনবক্সে একটি ছবি পাঠিয়ে লিখেছে, ‘এটা দশজনকে ফরোয়ার্ড করলে সাত দিনের মধ্যে একটি গুড নিউজ পাবি।’
শুভ বরাবরই যুক্তিবাদী ছেলে। অযথা কোনো কাজ-কারবার করে না। কাজেই ধরে নিয়েছি অন্যকে ফরোয়ার্ড করা এসব মেসেজ মিথ্যে নয়। নিশ্চয়ই নির্দিষ্ট দিনের পর কোনো-না-কোনো সুখবর পাওয়া যায়!
শুভর পাঠানো এই আশাবাদী ছবিখানা দশজনকে ফরোয়ার্ড করে দিলাম। মনে মনে শুরু করলাম সাত দিনের অপেক্ষার পালা। না জানি কী সুখবর আমার জন্য অপেক্ষা করছে!
এরই মধ্যে একদিন স্বপ্নেও দেখলাম পথের মধ্যে আমি একটি টাকার বস্তা পেয়েছি। আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করলাম। বললাম, টাকার বস্তা পাওয়া এ স্বপ্নটি আমার বাস্তব করে দিও। যদি সাত দিন পর সত্যি সত্যিই এমন টাকার বস্তা পাই, তবে প্রথমে বড় সাইজের একটি গরু কিনে এনে গরিব-দুঃখীদের একবেলা খাওয়াব। তারপর ঘুরে আসব থাইল্যান্ড। আমার থাইল্যান্ড যাওয়ার খুব শখ। শুভকে এক লাখ টাকা দেবো। আমার এই ফরোয়ার্ডের কপাল খুলে যাওয়ার অবদান তো শুভরই।
২.
দশজনকে ফরোয়ার্ড করার সাত দিন চলছে আজ। সকাল সাড়ে ৮টায় ঘুম ভাঙতেই মনে হলো আজ তো আমার সুখবর আসার কথা।
বালিশের পাশে পড়ে থাকা মোবাইলখানা বের করে ফেসবুকে ঢুকতে পাসওয়ার্ড লগইন করতে গেলাম। কিন্তু পাসওয়ার্ডে কাজ করছে না। ফেসবুকে কিভাবে ঢুকব! বারবার চেষ্টা করেও কাজ হচ্ছে না। এমন তো আগে কখনো হয়নি। সঠিক পাসওয়ার্ড প্রয়োগ করার পরও ফেসবুক ওপেন হচ্ছে না। মেজাজ খারাপ হতে লাগল।
ফেসবুক সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান একমাত্র রাকিব পারে। গেলাম রাকিবের কাছে। রাকিব কতক্ষণ মোবাইল গুঁতাগুঁতি করে যে সংবাদ জানাল, তা শুনে আমি আকাশ থেকে পড়লাম। রাকিব জানায়, তোমার আইডি হ্যাক হয়েছে।
কী হবে এখন! একটি আইডি হ্যাক হওয়া মানেই বিশাল এক ঝামেলায় পড়া। মেসেজ ফরোয়ার্ডের সাত দিন পর সুখবর এটাইÑ আইডি হ্যাক। ইচ্ছে করছে শুভকে এখন ধরে এনে বলি, তোর ফরোয়ার্ডের কারণে সাত দিন পর এ কোন সুখবর এলো আমার? বদমাশ কোথাকার!