টাকার মোহ
- সোহেল রানা
- ১৯ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০
বলল নানা, শোন্রে নাতি গল্প বলি তোকে
এই শহরে সারা বছর কাজ করে যায় লোকে।
কেউ বা করে দিনমজুরি কেউ বা করে চুরি
কেউ বা আবার পরের টাকায় করে বাহাদুরি।
কেউ বা আবার নির্বাচনে প্রার্থী সাজে নামে
বিক্রি হলে যায় বসে সে আবার সঠিক দামে।
সেই শহরে থাকি নাতি নামটি যে তার ঢাকা
এই শহরে সবচেয়ে দামি টাকা শুধু টাকা।
বলছে নাতি, মনটা কেনো খারাপ করো নানা
টাকা দিলে হাঁ করে যায় কাঠের পুতুলখানা।
তাই তো সবে নিজের চেয়ে বাসে ভালো টাকা
টাকা ছাড়া যায় বলো কি মোটেও সুখে থাকা।
এই টাকারই জন্য সবে রাত-বিরাতেও খাটে
টাকা দিলে মানুষও রোজ যায় তো কেনা হাটে।
টাকা হলো সব মানুষের সুখের চাবিকাঠি
এসব ভেবে ক্যান গো নানা ঘুমটা করো মাটি।
নাতির কথা শুনে নানা বলল পেয়ে কষ্ট,
টাকার মোহ আজকে তোদের করছে পথভ্রষ্ট।