২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

শরৎ মানে

-


শরৎ মানে আকাশ জুড়ে
সাদা মেঘের বাড়ি
নদীর কূলে মন ছুটে যায়
দেখে কাশের শাড়ি।
রোদ বাদলের লুকোচুরি
বায়না ছাড়া খেলা
বাঁশের বনে চাঁদনী হাসে
হাজার তারার মেলা।
নদীর তীরে শেষ বিকেলে
সাদা বকের সারি
দূরে কোথায় মেশে যেন
সাদা মেঘের বাড়ি।
নদীর জলে শাপলা শালুক
কী অপরূপ রূপ!
শান্ত জলে মাছের দলে
থাকে যে নিশ্চুপ।
খোকাখুকি খেলা করে
গুনগুনানি সুরে
শরৎ এলো বাংলা জুড়ে
একটি বছর ঘুরে।


আরো সংবাদ



premium cement