২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ডেঙ্গু জ্বর

-

গ্রীষ্ম শেষে বর্ষা এসে
যেই না পড়ে বৃষ্টি
জমে থাকা জলে ঘটে
এডিস মশার সৃষ্টি।

ভোরে কিবা সন্ধ্যাকালে
এডিস মশা কামড়ায়
জ্বরের সাথে লাল র্যাশের দাগ
ফুটে ওঠে চামড়ায়।

মাথাব্যথা পেটব্যথাতে
অরুচিময় ভক্ষণ
বমির সাথে রক্তঝরা
ডেঙ্গু জ্বরের লক্ষণ।

এমন হলে নিতেই হবে
চিকিৎসকের সেবা
নইলে কিন্তু মরণ থেকে
রক্ষা পাবে কে বা।

ব্যাধিমুক্ত জীবন পেতে
পরিচ্ছন্ন রবে
ডেঙ্গু থেকে বাঁচতে হলে
সজাগ থাকবে হবে।


আরো সংবাদ



premium cement