খেলোয়াড়
- পাভেল হোসাইন ইমরান
- ২০ জুন ২০১৯, ০০:০০
সেদিন আমি আর আমার বন্ধু গুপি (গুলজার পিয়াস) একসাথে গিয়েছিলাম ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের ক্রিকেট খেলা দেখতে। আমার বন্ধু গুপি কোনো সাধারণ মানুষ নয়। সে চরম লেভেলের ক্রিকেটবিশারদ। মাঠে যতগুলো না বল হচ্ছে তার ডাবল পরিমাণ ক্রিকেট বিষয়ক কথাবার্তা বের হচ্ছে তার মুখ দিয়ে। ব্যাটসম্যানরা যত না জোরে ছক্কা মারছে, তার দ্বিগুণ গতিতে সে বুলি আওড়াচ্ছেÑ আরে ব্যাটা, এটা কোনো কিছু হইল? বলদগুলো বোঝেও না কখন পা বাড়িয়ে বল মারা উচিত। আমি ওইখানে থাকলে তো এই বলে ছয় মারতামই মারতাম।
এমন শ’ খানেক বাক্য সে ডেলিভারি দিতে থাকল। আমি বন্ধুত্বের খাতিরে চুপচাপ সব শুনে যেতে থাকলাম। কিন্তু ধৈর্যের একটা সীমা আছে। এবার সেই সীমার বাঁধও ভেঙে দিলো গুপি। আমি ফুস করে উঠে ঠুস করে তারে বললাম, তুমি বন্ধু আমার কচুটা বোঝো।
Ñ তুই আমাকে এভাবে অপমান করতে পারলি?
Ñ হ্যাঁ পারলাম।
Ñ আমি জানি তুই ক্রিকেট খেলতে পারোস না তাই হিংসা হয়।
Ñ মোটেও না। আমি হিংসা করি না। আমি খেলতে না পারি তাতে কী হইছে! আমার কাজিন তো খেলে।
Ñ কোন কাজিন?
Ñ আমাদের মহল্লার তালুকদার ভাই।
Ñ সে ব্যাটসম্যান নাকি বোলার?
Ñ তালুকদার ভাই অলরাউন্ডার।
Ñ ভংচং বাদ দাও। আসছে আমার অলরাউন্ডার। বল করা দূরে থাক, ব্যাটও তো মনে হয় না তোর তালুকদার ভাই তুলতে পারে।
Ñ তুমি তো তালুকদার ভাইরে দেখো নাই। তাই এইসব বলতেছ। তুমি তো জানো না, তালুকদার ভাইয়ের রক্তে ক্রিকেট মিশে আছে।
Ñ কেমন করে?
Ñ সে যখন বলবে ছক্কা। তখন কেমনে জানি ধুমিয়ে ছক্কা হয়ে যায়। উইকেটের দিকে তাকিয়ে আউট বললেই দেখি সত্যি সত্যিই আউট হয়ে যায়।
Ñ বলিস কী! তোর ভাই পীর নাকি খেলোয়াড়?
Ñ দূর ব্যাটা পীর হতে যাবে কেন! সে জলজ্যান্ত খেলোয়াড়।
Ñ কোন টিমে খেলেরে?
Ñ যখন যে টিম পছন্দ হয়।
Ñ সর্বশেষ কোন টিমের হয়ে খেলছিল?
Ñ ইংল্যান্ডের।
Ñ কই তারে তো মাঠে দেখলাম না।
Ñ তারে মাঠে কেমনে দেখবি তুই। সে তো ঘরের খেলোয়াড়। ঘরে বসে বাজি খেলে।