২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বায়োলজি স্যারের মজার ক্লাস

-

বায়োলজি স্যার ১০টি টাকা কুড়িয়ে পেয়েছেন এবং সেটি ফকিরকে দান করে দিয়েছেন। আর এই কথাটি পরিবর্তন হয়ে ‘বায়োলজি স্যার ১০ টাকা চুরি করেছেন’ এই কথাটি এলো। কী অদ্ভুত!
ষ আব্দুর রহমান

রোকনদের বায়োলজি স্যার খুব মজা করে ক্লাস নেন। প্রতিদিন ক্লাসে মজার মজার কথা বলে ক্লাসটাকে মাতিয়ে রাখেন তিনি। রোকন একদিন ক্লাসে স্যারকে বলল, ঘটনা শুনেছেন স্যার? আমাদের ক্লাসের তারিকের ভাই লাউ চুরি করতে গিয়ে ধরা পড়েছে। মাইরও খেয়েছে অনেক। রোকনের কথা শুনে ক্লাসের সবাই ফ্যাল ফ্যাল করে হেসে ক্লাসটাকে হই-হুল্লোড় করে তুলল।
বায়োলজি স্যার ধমকের সুরে বললেন, এই চুপ করো সবাই। না জেনে, না শুনে কী বলছ এসব?
রোকন বলল, না স্যার জেনে শুনেই বলছি এগুলো।
Ñকার কাছে শুনেছ?
Ñআমাদের পাড়ার লোকদের কাছে। সবাই বলছে তারিকের ভাই নাকি মাইর খেয়ে বিছানায় পড়ে আছে।
স্যার তখন সবাইকে বললেন, শোনো, তোমাদের দিয়ে আমি আজকে একটি পরীক্ষা নেব। বলে স্যার রোকনকে একটি খাতাসহ বাইরে ডেকে নিয়ে এলেন। ছাত্রছাত্রীরা তো সবাই হতভম্ব হয়ে গেল, কী এমন পরীক্ষা নেবে যার জন্য রোকনকে বাইরে ডেকে নিয়ে গেল!
বাইরে নিয়ে স্যার রোকনকে বললেন, আমি তোমার খাতায় একটি কথা লিখে দেব সেই কথাটি তুমি কানে কানে তোমার পাশের বেঞ্চের বন্ধুকে বলবে। সে আবার তার পাশের বন্ধুকে বলবে এবং সে তার পাশের বন্ধুকে। এভাবে পর পর সবাই তার পাশের জনকে কানে কানে বলবে।
রোকন উৎসাহের সাথে বলল, কী কথা স্যার? স্যার লিখে দিয়ে বললেন, তুমি তোমার পাশের বন্ধুকে বলবেÑ বায়োলজি স্যার ১০টি টাকা কুড়িয়ে পেয়েছেন এবং সেটি ফকিরকে দান করেছেন।
স্যারের কথামতো ঠিক তাই করা হলো। এক বন্ধু আরেক বন্ধুর কানে এবং সে আরেক বন্ধুর কানে এভাবে ক্লাসের সবাই পরপর পাশের বন্ধুর কানে কথাটি বলতে থাকল। শেষ জনের কাছে যে কথাটি এলো সেটি হলোÑ বায়োলজি স্যার ১০ টাকা চুরি করেছে।
স্যার এবার হেসে দিয়ে বললেন, দেখেছ? আমি খাতায় লিখে দিয়েছিÑ বায়োলজি স্যার ১০টি টাকা কুড়িয়ে পেয়েছেন এবং সেটি ফকিরকে দান করে দিয়েছেন। আর এই কথাটি সবার মধ্য দিয়ে আসার কারণে এটি পরিবর্তন হয়ে ‘বায়োলজি স্যার ১০ টাকা চুরি করেছেন’ এই কথাটি এলো। কী অদ্ভুত! ক্লাসের সবাই আবারো উচ্চৈস্বরে হাসতে শুরু করল। স্যার হাসি থামিয়ে বললেন, ঠিক তেমনি মানুষের শোনা কথায় বিশ্বাস করতে নেই। মানুষের শোনা কথার মধ্যে অনেক পরিবর্তন থাকে, তাই বলে সব সত্য নয়। যেমন একটু আগে রোকন তারিকের ভাইকে নিয়ে যেই কথাটি বলল। আসলে তারিকের ভাই লাউ চুরি করে মাইর খায়নি। এমনিতেই ছেড়ে দিয়েছে। আমি নিজে গিয়ে দেখে এসেছি ওদের বাসায়।


আরো সংবাদ



premium cement
ফলোঅন এড়ালেও ভালো নেই বাংলাদেশ আইপিএল নিলামের প্রথম দিনে ব্যয় ৪৬৭.৯৫ কোটি রুপি : কে কোন দলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাত্রা বাড়াতে ট্রাম্প 'ভীষণ চিন্তিত' নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, অন্যদের কথা ব্যক্তিগত : প্রেস উইং সালাহর জোড়া গোলে জিতল লিভারপুল ১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা মেনে নেয়ার আহবান হাসিনা-কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক লেনদেন স্থগিত বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষ নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং ব্যর্থ টপ অর্ডার, মুমিনুলের ফিফটির পর পথ দেখাচ্ছেন লিটন

সকল