বাসে-রাস্তায় আমাদের আচরণ
- মাহবুব নাহিদ
- ২৫ এপ্রিল ২০১৯, ০০:০০
হ বাসে যাত্রী ভরা, কোনোরকম হেলপারের হাত-পা ধরে বাসে উঠতে পারলেই হয়, তারপর আমরাই বলিÑ এই দাঁড়াইয়া যাত্রী নিবা না, সিটিং বাসে দাঁড়ানো যাবে না।
হ নিজে যেইভাবে উঠছি সেই একইভাবে যদি অন্য কেউ রিকোয়েস্ট করে তাহলে আমরা বলিÑ ড্রাইভার মামা দাঁড়াইও না, সামনে সার্জেন্ট।
হ আমরা বাসে উঠতে পারলেই দরজার সামনে দাঁড়িয়ে যাই, অন্য কেউ উঠে ভেতরে যেতে বললে জায়গা তো দেই না, তখন বলিÑ জায়গা নাই উঠছেন কেন? আপনি ভেতরে যান।
হ সিগন্যাল ছেড়ে দেয়ার পর যদি কোনো যাত্রী নামতে চায় আমরাই ঝাড়ি দেই, আবার আমরাই নামি।
হ গাড়ি আধা সিগন্যালে দাঁড়িয়ে থাকার পর সিগন্যাল ছাড়ার পর মাত্র এক শ’ মিটার যেয়ে আমরা নামি।
হ যখন উল্টাপথ দিয়ে গাড়ি যায় তখন খুব বকা দেই, আর নিজের গাড়ি জ্যামে পড়লে উল্টাপথে যেতে ভুলি না।
হ স্টেশন ছাড়া গাড়ি দাঁড় করাইলে ড্রাইভারের কান পচিয়ে দেই কিন্তু নিজে পারলে বাসার দরজায় নামি।