২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

  ুঅনর্থক দণ্ড

-

নববর্ষের দিন একের পর এক শুভেচ্ছা বার্তা আসছে। ফেসবুকে উঁকি মারতেই শত শত শুভেচ্ছা বার্তা।
শুভ নববর্ষ, ভালো কাটুক আগামী দিনগুলো। কেউ লিখছেÑ পান্তা খাওয়ার দাওয়াত রইল। একেকজন একেকটা লিখছে, কিন্তু সবশেষে লিখে দিচ্ছেÑ ‘শুভ নববর্ষ।’
এইটা দেখে মনুর মাথায় একটা আইডিয়া এলো। এই সুযোগের সৎ ব্যবহার করতে হবে। মনুর পছন্দের মেয়েকে প্রপোজ করার সময় এসে গেছে। এত শুভেচ্ছা বার্তার ভিড়ে মনুর ফ্রেন্ডলিস্টে থাকা টুনিকে একটা শুভেচ্ছা বার্তার বদলে পাঠিয়ে দিলোÑ আই লাভ ইউ।
টুনিও ফেসবুকে উঁকি মারতেই শত শত শুভেচ্ছা বার্তার কবলে পড়ে গেল। তাই টুনি ভাবল, একজন একজন করে উত্তর দেয়ার থেকে বরং একবারে সবাইকে উত্তর দেয়া অনেক ভালো হবে এবং সহজেই অতি তাড়াতাড়ি কাজটা শেষ হবে। নয়তো কেউ কেউ ভাবতে পারে আমি ভাব নিচ্ছি তাই। টুনি নোডপ্যাডে লিখল ‘ধন্যবাদ। সেম টু ইউ।’ তারপর ওটাই কপি করে সবাইকে সেন্ড করল। মনুর মেসেঞ্জারে ভেসে উঠল টুনির নামÑ
মনু আই লাভ-এর উত্তর হিসেবে টুনি লিখেছে। ধন্যবাদ, সেম টু ইউ। টুনির সম্মতি আছে। এই ভেবে খুশিতে গদগদ হয়ে নববর্ষের দিন বন্ধুদের নিয়ে হাজার তিনেক টাকার পার্টি দিলো। ঠিক পরদিন মনু টুনিকে ফোন দিয়ে ভালোবাসার কথা বলতে লাগল। সাথে সাথে টুনি উড়াধুড়া গালি শুরু করল। মনু বুঝতে পারল। তার মনে হলো, তিন হাজার টাকা গচ্চা গেছে।


আরো সংবাদ



premium cement