২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সেকাল একাল

-

খেটে খাওয়া মানুষ গ্রামে
ব্যস্ত বেজায় কাজে কামে
ঘামে ভেজা অঙ্গ,
পান্তা-ইলিশ খাচ্ছি হালে
ছিল না ভাই কোনো কালে
প্রধান অনুষঙ্গ।

পোড়া মরিচ কিংবা কাঁচা
পান্তা খেতেন দাদা চাচা
কিংবা পেঁয়াজ ভর্তা,
কিন্তু এখন বউয়ের জ্বালা
বায়না ধরে শালী শালা
উনিই গৃহকর্তা।

গরম ভাতে পানি ঢেলে
ইলিশ কিনে ভাজি তেলে
টাকা ফুরাই গুচ্ছ,
ফুর্তি করি ইলিশ খেয়ে
কিন্তু গরিব থাকে চেয়ে
ওদের জীবন তুচ্ছ!

বসতো মেলা পুঁথি পাঠে
ছুটে যেতাম খোলা মাঠে
আর সে খবর পাই না,
জারি সারি গানের সুরে
হারিয়ে যাই বহুদূরে
আমরা বিভেদ চাই না।


আরো সংবাদ



premium cement