গ্যাসের বিকল্প কিছু পদ্ধতি
- তারেকুর রহমান
- ২৮ মার্চ ২০১৯, ০০:০০
শুকনো গোবর পদ্ধতি : গ্রামে আমরা প্রায়ই দেখে থাকি গোবর দিয়ে খুব সুন্দর করে জ্বালানি তৈরি করা হয়। এক্ষেত্রে মনের মাধুরী মিশিয়ে গোবরকে বিভিন্ন আকার দেয়া হয়। কোনটি চিতই পিঠা আকৃতির আবার কোনটি লাঠিতে লাগিয়ে ধলা আকৃতির। এগুলো শুকনো হলে শহরে নিয়ে আসতে হবে। এরপর প্রত্যেক বাসায় সাপ্লাই দেয়া হলে রান্নাবান্নার কাজে ব্যবহার করা যাবে। এটি যেমন দেখতে সুন্দর তেমনি ব্যবহারেও আরাম।
গ্যাস্ট্রিক পদ্ধতি : আমাদের দেশের বেশির ভাগ মানুষের গ্যাস্ট্রিকে সমস্যা রয়েছে। এই বিপুল সংখ্যক মানুষের পেটের গ্যাসকে কাজে লাগানো যায়। এ পদ্ধতিতে একটি পাইপের সাহায্যে ওইসব লোকের পেটের সাথে সংযোগ করে পেটের গ্যাসগুলোকে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। এমনকি এসব মানুষের পেটকে কৃত্তিম গ্যাস উৎপাদন কেন্দ্র হিসেবে ব্যবহার করা যেতে পারে।
মাথা গরম পদ্ধতি : কিছু লোক আছে যারা অল্পতেই গরম হয়ে যায়। কিছু বললেই তেলেবেগুনে জ্বলে উঠে। তাদের এই গুণকে গ্যাসের বিকল্প হিসেবে ব্যবহার করা যায়। প্রথমেই পরিকল্পিতভাবে ওই লোককে উত্তপ্ত করতে হবে এরপর এই উত্তাপ দিয়ে রান্নাবান্না করা যেতে পারে।
লোকাল বাস পদ্ধতি : লোকাল বাসে যাত্রীর তুলনায় কয়েকগুণ বেশি যাত্রী নেয়া হয়। শুধু মাথা গোঁজার ঠাঁই থাকলেই হলো। বাদুড়ের মতো ঝুলে ঝুলেও লোকাল বাসে ওঠে। ফলে বাসের পরিবেশ বেশ উত্তপ্ত থাকে। তার উপর যাত্রীদের শরীরের অদ্ভুত সুন্দর গন্ধে চারদিকে মোহনীয় হয়ে উঠে। তার ওপর চলে হেল্পার যাত্রী এবং যাত্রী যাত্রী উত্তপ্ত বাক্য বিনিময়। এত উত্তাপ যখন একত্রিত হয় তখন এ উত্তাপগুলো সংগ্রহ করে গ্যাসের বিকল্প হিসেবে বিভিন্ন কাজে ব্যবহার করা যেতে পারে।