২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

প্রিয় নায়িকা

-

মাঝে মধ্যে আমার জীবনে হঠাৎ করে আনন্দের ঘটনা ঘটে। পড়ন্ত এই বিকেলে আজ একটি আনন্দের ঘটনা ঘটেছে। একজন আমাকে ফেসবুকে অ্যাকসেপ্ট করেছেন, যাকে কয়েক দিন আগে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি।
ঘটনা খুবই সাধারণ এবং অবশ্যই আনন্দের ঘটনা নয়। তারপরও এটা আমার জন্য অনেক আনন্দের। কারণ, যিনি আমাকে অ্যাকসেপ্ট করেছেন, তিনি সাধারণ কেউ নন, তিনি চিত্রনায়িকা চিত্রা। সিনেমার দুর্দান্ত অভিনেত্রী। আমার প্রিয় নায়িকা। তার সব সিনেমার কাহিনী আর সংলাপ আমার মুখস্থ। প্রিয় এই নায়িকাকে কয়েক দিন আগে ফেসবুকে পেয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, আজ অ্যাকসেপ্ট করেছেন।
নায়িকা চিত্রাকে একটি মেসেজ লিখলামÑ ‘আপনাকে আমি খুব পছন্দ করি।’
মেসেজ দেখে চিত্রা লিখলেনÑ ‘ধন্যবাদ। রাতে আলাপ হবে। এখন একটু বিজি আছি।’
একজন স্বনামধন্য নায়িকা আমাকে এইটুকু লিখেছেন, এতেই আমি হ্যাপি। তিনি এখন ব্যস্ত আছেন। ব্যস্ত তো থাকবেনই। এত বড় নায়িকা সকাল-সন্ধ্যা শুটিং নিয়ে ব্যস্ত থাকবেনই। চিত্রা বলেছেন রাতে আলাপ হবে, এটা ভাবতেই আনন্দে আমার গলা ফাটিয়ে চিৎকার দিতে ইচ্ছে হলো। তৎক্ষণাৎ ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে লিখলামÑ ‘প্রিয় নায়িকা চিত্রা আজ থেকে আমার ফেসবুক ফ্রেন্ড হয়েছেন।’
স্ট্যাটাস দেয়ার মিনিট দুয়েকের মধ্যে ৩৬টি লাইক পড়ে গেল। আমার বন্ধুরাও কমেন্ট করতে শুরু করেছে। একটা কমেন্টে প্রিয়বন্ধু অনিল লিখেছেÑ ‘এ উপলক্ষে আমাদেরকে নিয়ে একটি পার্টি দে।’
অনিলের কমেন্টের আবদারটা ফেলে দেয়া যায় না। তবে ‘পার্টি’ বলতে যে জাঁকজমক চিত্রটি আমাদের চোখের সামনে ভাসে, সে রকম আয়োজনের দরকার নেই। কয়েকজন কাছের বন্ধুকে ডেকে বাজারের কোনো একটি রেস্তোরাঁয় সামান্য খানাপিনার আয়োজন করা যেতে পারে।
রাইট, এটাই করতে হবে। বন্ধু অনিল, সবুজ, মামুন আর রনিকে কল দিয়ে ডেকে আনলাম বাজারের আমানিয়া রেস্তোরাঁয়।

২.
এই সুন্দর সন্ধ্যায় চার বন্ধুকে নিয়ে আমি এখন আমানিয়া রেস্তোরাঁয়। চিকেন বার্গার, পিজা আর কোকের বোতল আমাদের সামনে। এই আয়োজনের কারণ একটাই। চিত্রনায়িকা চিত্রা আজ আমাকে অ্যাকসেপ্ট করেছেন।
অনিল বার্গারে কামড় দিতে দিতে বললÑ ‘ছবি তুলবি না?’
হঠাৎ মনে হলো ছবি তোলা দরকার। সেই ছবিগুলো রাতে চিত্রার ইনবক্সে পাঠিয়ে লিখবÑ ‘আমাকে অ্যাকসেপ্ট করেছেন, তাই খুশিতে বন্ধুদের খাওয়ালাম।’
চিত্রা নিশ্চয়ই খুশি হয়ে মনে মনে বলবেনÑ ‘এ তো দেখছি আমার বিশাল ভক্ত।’

৩.
রাত সাড়ে ১১টা। ফেসবুকে ঢুকতেই অনলাইনে পাওয়া গেল চিত্রাকে। নিশ্চয়ই শুটিং শেষে বাসায় ফিরে মেকআপ তুলে রেস্ট নিয়ে এখন তিনি অনলাইনে এসেছেন। তাকে এক্ষুনি আবার খুশি করতে হবে। সন্ধ্যায় রেস্তোরাঁয় তোলা ছবিগুলো চিত্রার ইনবক্সে পাঠিয়ে দিয়ে লিখলামÑ ‘আমাকে আপনার অ্যাকসেপ্ট করার আনন্দে আজ বন্ধুদেরকে খাওয়ালাম। দেখুন ছবিগুলো। এবার বুঝুন আমি আপনার কেমন ভক্ত।’
চিত্রা মেসেজ পড়ে লিখেছেনÑ ‘বুঝতে পেরেছি ভাই। ধন্যবাদ। তবে আপনার জন্য খুব দুঃখ হচ্ছে এখন।’
দুঃখ! দুঃখের আবার কী হলো। লিখলামÑ ‘দুঃখ হচ্ছে কেন? বুঝলাম না আপু।’
চিত্রা কিছুক্ষণ নীরব থেকে এক মিনিট পর লিখলেনÑ ‘বুঝতে পেরেছি আপনি চিত্রনায়িকা চিত্রাকে খুব পছন্দ করেন। কিন্তু ভাই, এটা একটি ফেইক আইডি। আমি আবদুস সাত্তার। ঢাকায় থাকি। আমিও চিত্রার ভক্ত। তাই তার নামে এই ভুয়া আইডি চালাই।’
হায় আল্লাহ, এ কী শুনলাম! ফেইক আইডি আমাকে এত বড় বোকা বানাল। প্রিয় নায়িকা আমাকে অ্যাকসেপ্ট করেছেন, এই খুশির ঠেলায় বন্ধুদের খাওয়ালাম। সেখানে খরচ হয়েছে ৬৭০ টাকা। টাকাটাও জলে গেল। বন্ধুরা যখন এই সত্য জানবে, তখন আমাকে নিয়ে হাসাহাসি করবে। না, তাদের কাছে এই সত্য প্রকাশ করব না। কিছু কিছু সত্য প্রকাশ করতে হয় না।
এরই মধ্যে বন্ধু অনিল আমাকে মেসেজে লিখে পাঠালÑ ‘কিরে চিত্রা ম্যাডামকে ছবিগুলো পাঠিয়েছিস? দেখে নিশ্চয়ই খুশি হয়েছে, না?’
অনিলের মেসেজ পড়ে সত্যটাই লিখে দিতে ইচ্ছে হলো, কিন্তু লিখব না। এই সত্য জানলে ওরা কাল থেকে আমাকে চ্যাতাবে।

 


আরো সংবাদ



premium cement
সাবেক কৃষিমন্ত্রী শহীদকে মৌলভীবাজার কারাগারে স্থানান্তর সংঘর্ষে না জড়িয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের ৫ আগস্টের বিপ্লবই ইসলামী বিপ্লবের পূর্বাভাস : মামুনুল হক হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি করতে পারে ইসরাইল অটোরিকশা চলবে : হাইকোর্টের আদেশে স্থিতাবস্থা অযৌক্তিক কারণে নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিরোধ করা হবে : সারজিস মোরেলগঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার টেকনাফ সৈকতে নিখোঁজ : ১৫ ঘণ্টা পর ২ শিশু লাশ উদ্ধার জাবিতে অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থী নিহত : চালক আটক মাহবুবুর রহমান মোল্লা কলেজে ভাঙচুর : আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন পাকিস্তানে ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ

সকল