ধরা পড়ে গেলাম
- জোবায়ের রাজু
- ২৪ জানুয়ারি ২০১৯, ০০:০০
শুভ সাধারণত দরকার ছাড়া আমাকে কখনো কল দেয় না। এ মুহূর্তে শুভর কল এসেছে দেখে আমি নিশ্চিত, বিশেষ কোনো দরকার পড়েছে ওর। রিসিভ করতেই ওপার থেকে শুভর উচ্ছ্বাস গলাÑ ঘটনা কী? কোনো আনন্দের ঘটনা ঘটেছে নাকি। আনন্দ জড়ানো কণ্ঠে শুভ জানালÑ ‘দোস্ত, আমার সুখবর। আমার সবচেয়ে প্রিয় গায়ক অনিল আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে।’
ও, ঘটনা তাহলে এটা। বললাম, ‘অ্যাকসেপ্ট করেছিস?’
শুভ হেসে বলল, ‘সাথে সাথেই করেছি।’
শুভ জানে না সে একটি ফেইক আইডিতে অ্যাড হয়েছে। মানে সঙ্গীতশিল্পী অনিলের ওই আইডিটি একটি ফেইক আইডি। সেই ফেইক আইডির মালিক আমি।
ঘটনাটা তাহলে খুলে বলি। কিছু দিন আগে আমার বন্ধু শুভর বাসায় গিয়ে দেখি ওর রুমের দেয়ালজুড়ে গায়ক অনিলের সব ছবি টাঙানো। ঘটনা জানতে চাইলে সে বলল, ‘অনিল আমার সবচেয়ে প্রিয় শিল্পী। তার সব গানের সুর আমার জানা। জানিস অনেক তারকা আমার সাথে ফেসবুকে অ্যাড আছে, শুধু অনিল ছাড়া। অনিলকে আমি ফেসবুকে পাই না।’
ওই মুহূর্তে সিদ্ধান্ত নিলাম গায়ক অনিলের নামে একটি ফেইক আইডি খুলে আমি শুভর সাথে ভুয়া সম্পর্ক পাতব। সিদ্ধান্ত অনুসারে অনিলের নামে কয়েক দিন আগে একটি ফেইক আইডি খুলেছি। তিন হাজার ফ্রেন্ডকে অ্যাকসেপ্ট করার পর একটু আগে শুভকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতেই সে অ্যাকসেপ্ট করে নিলো। আজ থেকে গায়ক অনিল সেজে শুভর সাথে চ্যাট করব।
ওমা, ইতোমধ্যে শুভ একটা মেসেজ পাঠিয়েছে। লিখেছে, ‘ভাইয়া সালাম নেবেন। আপনি আমার ফেভারিট সিঙ্গার।’
মুখটিপে হেসে আমি লিখলাম,
Ñ তাই নাকি! থ্যাংকস। জেনে ভালো লাগল।
Ñ কী করছেন ভাইয়া?
Ñ এই তো একটি নতুন গানের সুর বানাচ্ছি।
Ñ বাহ, চার তারিখে কী করবেন?
Ñ মানে?
Ñ মানে আসছে চার তারিখে তো আপনার জন্মদিন। ওই দিনকে ঘিরে কোনো পরিকল্পনা নেই?
Ñ ওয়াও, আপনি তো আমার জন্মদিনের খবরও জানেন।
Ñ এবার বুঝুন আমি আপনার কেমন ভক্ত। ভাইয়া, একটা আবদার আছে।
Ñ কী?
Ñ আপনার বাসার ঠিকানাটা দিন। জন্মদিন উপলক্ষে আপনার জন্য কিছু গিফট পাঠাব।
Ñ হা হা হা। এত কষ্ট করতে হবে না। ধন্যবাদ।
বাপরে, শুভ দেখছি অনিলের মস্তবড় ভক্ত। অনিলের জন্য গিফট পাঠাতে চায়। তাহলে তো ওর কাছ থেকে নানান গিফট পাওয়া যাবে।
২.
আজ সারা দিন ফেসবুকে ছিলাম না। বিকেলে ফেসবুকে ঢুকতেই দেখি চার ঘণ্টা আগে শুভ গায়ক অনিলকে ঘিরে ওর অনুভূতি লম্বা করে লিখে পাঠিয়েছে। অবশ্য এসব তো আমার আগেই জানা। শুভকে অনলাইনে দেখা যাচ্ছে। নক করব? ওমা, এ কথা ভাবতে না ভাবতেই সে লিখে পাঠিয়েছেÑ
Ñ হাই, ভাইয়া।
Ñ খুব বিপদে পড়েছি ভাই।
Ñ হোয়াট, কী হয়েছে?
Ñ আমি এখন মিরপুরে। পকেটমার আমার মানিব্যাগ মেরে দিয়েছে। আপনি এক হাজার টাকা বিকাশ করতে পারবেন?
Ñ আপনার জন্য জীবন দিতেও রাজি আছি ভাইয়া। এক হাজার টাকা তো তুচ্ছ। নাম্বার দিন।
আমার নাম্বার দিলে তো শুভ চিনে যাবে। কী করা যায় এখন? ওহ, আমার বন্ধু ওহাবের নাম্বারটা তো বিকাশ করা। ওহাবের নাম্বার শুভর ইনবক্সে পাঠিয়ে লিখলাম, ‘এই নাম্বারে পাঠালে হবে।’
শুভ তৎক্ষণাৎ লিখেছে, ‘আমি এক্ষুনি বাজারে যাচ্ছি। ১০ মিনিটের মধ্যে পেয়ে যাবেন।’
১০ মিনিট পর ওহাবকে কল দিলাম। বলল, একটু আগে ওর বিকাশ নাম্বারে এক হাজার টাকা এসেছে। এই টাকার আসল গল্প শুনে ওহাব হাসতে হাসতে উঁচুগলায় বলল, ‘তাহলে কয়েক দিন পর পর ওর কাছ থেকে এভাবে টাকা বের করে নে। অর্ধেক তোর অর্ধেক আমার। তবে সাবধান, সে যেন না বুঝতে পারে এটা গায়ক অনিলের আসল আইডি নয়।’
৩.
এখন রাত ১১টা। বিছানায় শুয়ে আছি। অনিল নামের ফেইক আইডি থেকে ফেসবুকে ঢুকতেই শুভ মেসেজ পাঠালÑ ‘হাই ভাইয়া, আপনি এখন ফেসবুকে? ’
ওর সাথে এখন অনিল সেজে চ্যাট করতে ইচ্ছে হচ্ছে না। তাই লিখলাম, ‘আমি খুব অসুস্থ। খুব মাথাব্যথা। ঘুমাব এখন। কাল কথা হবে। আর টাকাটা পাঠানোর জন্য ধন্যবাদ।’
শুভ অবাক হওয়ার ইমো পাঠিয়ে লিখেছেÑ ‘আপনি অসুস্থ মানে? আপনি কোথায় এখন?’
ছোট্ট করে লিখলাম, ‘আমি গুলশানের বাসায় এখন? মশারি টাঙাচ্ছি। ঘুমাব।’
শুভ আবার লিখেছে, ‘কী বলছেন? আপনি তো এখন স্বদেশ চ্যানেলে লাইভে গাইছেন। আমি বসে বসে দেখছি।’
শুভর মেসেজ পড়ে ধাক্কার মতো খেলাম। বলে কী! স্বদেশ চ্যানেলে গায়ক অনিল এখন লাইভে গাইছে? টিভি চালু করে দেখি সত্যি সত্যিই ওই চ্যানেলে অনিলের একক লাইভ হচ্ছে। অনিল এখন গাইছে মান্না দের জনপ্রিয় আধুনিক গানÑ মিষ্টি একটা গন্ধ রয়েছে ঘরটা জুড়ে...।
কী হবে এখন? ধরা পড়ে গেলাম। কী করা যায়? শুভকে কিছু লিখতে যাবো, তার আগে সে লিখে পাঠালÑ ‘শালা চিটার কোথাকার, ফেইক আইডি খুলে অনিল সেজে আমাকে বোকা বানিয়ে এক হাজার হাতিয়ে নিয়েছিস? আমি কালকের মধ্যে তোর আইডি থেকে তথ্য সংগ্রহ করে তোকে খুঁজে বের করে পুলিশে দেবো।’
শুভর মেসেজ পড়ে আমার গা কাঁপছে। এভাবে ধরা পড়ব, ভাবিনি। শুভ ফেসবুকের খুঁটিনাটি অনেক কিছু বোঝে। কালকের মধ্যে আমাকে খুঁজে বের করবে বলেছে। না, ওকে সে সুযোগ দেয়া যাবে না। এখনই আমি গায়ক অনিলের নামে খোলা এই ফেইক আইডি ডিঅ্যাকটিভ করে দেবো। শুভ জীবনেও আর আমাকে পাবে না।