২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

হেলমেট পরার বাড়তি সুবিধা!

-

আপনার বাড়ি আছে গাড়ি নেই। ভাবছেন তার পরও কেন হেলমেট পরবেন? গাড়ি না থাকলেও মাথায় হেলমেট পরার কারণে আপনি বাড়তি যেসব সুবিধা পেতে পারেন তা একনজর দেখে নিনÑ

হ রাস্তা দিয়ে হাঁটার সময় যেকোনো মুহূর্তে কাক বা অন্য কোনো পাখি আপনার মাথার মধ্যে প্রাকৃতিক কাজ সারতে পারে। তখন যদি মাথায় হেলমেট নামক এই যন্ত্রটি থাকে তাহলে নো চিন্তা ডু ফুর্তি।
হ পাওনাদারের কাছ থেকে নিজেকে লুকিয়ে রাখতে মাথায় হেলমেট পরে চলাফেরা করুন। দেখবেন পাওনাদারের বাপও আপনাকে চিনতে পারবে না।
হ পেঁয়াজ কাটার সময় চোখ দিয়ে পানি পড়ে। মাথায় হেলমেট পরে পেঁয়াজ কাটুন, দেখবেন তখন কোনো দুঃখের কথা মনে হলেও চোখ দিয়ে পানি আসবে না।
হ রাস্তার ধুলোবালিতে আপনার মুখে মাখা ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম ও লিপস্টিক রক্ষা করতে হেলমেট পরে বাসা থেকে বের হতে পারেন।

সুতরাং মোটরসাইকেল থাকুক আর না-ই থাকুক নিরাপত্তার স্বার্থে সর্বদা মাথায় হেলমেট পরে চলাফেরা করুন।

 


আরো সংবাদ



premium cement