২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মেয়েদের ভাইয়ের প্রকারভেদ

-

নিজের বড় ভাই : তাকে ভাইয়া বা দাদাও বলা হয়।
পাড়াতো ভাই : দেখা হইলে কেমন আছেন, ভালো আছি বলা ছাড়া আর কাজ নাই।
নেতা ভাই : খুব আন্তরিকভাবে ডাকা ভাই।
ক্যাম্পাসের বড় ভাই : অনেককেই ডাকতে ইচ্ছা করে না, তবুও ডাকতে হয়।
দুলাভাই : সবচেয়ে আদরের ডাকা ভাই, মাঝে মধ্যে ভাইয়া বা ভাইয়াটাও হয়ে যায়।
নিজের ছোট ভাই : এটা গিনিপিগ বললেও ভুল হবে না। যেখানেই যা হোক, রাগ এই লোকের ওপরই ঝাড়া হয়।
ক্যাম্পাসের ছোট ভাই : খুব আদরের হয় এরা, ভাইটু ডাকা হয় কখনো।
অদ্ভুত এক ভাই : প্রপোজকারীকে বানানো ভাই।

 


আরো সংবাদ



premium cement