২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

যদু ডাক্তার ও আবুল অজ্ঞান

-

আবুল : কই রে যদু, কই গেলি?
যদু : আইছি আবুল ভাই।
আবুল : যা তো ফ্রিজ থেকে পানির বোতল বের করে আন।
যদু : আচ্ছা।
যদু পানির বোতল বের করে রাখল। কিছুণ পর গিয়ে দেখে বোতলের সারা গায়ে ঘামের মতো পানি জমছে। যদু তো জানে না, ফ্রিজ থেকে বোতল বের করার ফলে তাপমাত্রার পরিবর্তন হয়েছে। আর এ জন্য পানির অবস্থা চেঞ্জ হয়ে বোতলের চার দিকে পানি লেগে আছে।
যদু জানে, আবুল ভাইয়ের প্রেসার উঠলে ঘামা শুরু হয়। সে জন্য তিনি প্রেসারের বড়ি খান। তাই সে বোতলের গায়ে পানি দেখে ভাবল, বোতলের প্রেসার বেড়েছে। সে একটা প্রেসারের বড়ি এনে বোতলের মুখ খুলে ভেতরে ঢুকিয়ে দিলো। সাথে একটা ঘুমের বড়িও দিলো। কিছুক্ষণ পর আবুল বলল, যদু পানির বোতল রাখলি কই?
যদু : টেবিলের ওপর?
আবুল : নিয়ে আয়।
যদু বোতল নিয়ে এলো। কর্ক খুলতে খুলতে বলল, আবুল ভাই আজ একজনের জীবন বাঁচাইছি।
আবুল : কার রে?
যদু : এই তো, আপনার পানির বোতলের।
আবুল অবাক হয়ে বলল, কেমনে?
যদু বলা শুরু করল, ফ্রিজ থেকে বোতল বের করার পর দেখি ঘামতে শুরু করছে। তা দেখে আমি বুঝতে পারছি, ওর প্রেসার উঠছে। আপনারে কইতে গেলে দেরি হইতো, তাই আমি ওরে আপনার প্রেসারের বড়ি আর ঘুমের বড়ি খাওয়াইছি। এহন দেখেন আর ঘামে না।
আবুল বলল, যদু তোর ডাক্তার হওন লাগব না। তোর বুদ্ধি হওন লাগব।
এই বলে আবুল অজ্ঞান হয়ে পড়ল।

 


আরো সংবাদ



premium cement
সাবেক কৃষিমন্ত্রী শহীদকে মৌলভীবাজার কারাগারে স্থানান্তর সংঘর্ষে না জড়িয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের ৫ আগস্টের বিপ্লবই ইসলামী বিপ্লবের পূর্বাভাস : মামুনুল হক হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি করতে পারে ইসরাইল অটোরিকশা চলবে : হাইকোর্টের আদেশে স্থিতাবস্থা অযৌক্তিক কারণে নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিরোধ করা হবে : সারজিস মোরেলগঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার টেকনাফ সৈকতে নিখোঁজ : ১৫ ঘণ্টা পর ২ শিশু লাশ উদ্ধার জাবিতে অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থী নিহত : চালক আটক মাহবুবুর রহমান মোল্লা কলেজে ভাঙচুর : আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন পাকিস্তানে ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ

সকল