২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সেলিব্রেটি

-

বেশ কয়েকটা বছর পর গ্রামে ফিরল বদরুল। শহরে যাওয়ার পর এতগুলো বসন্ত কেটে গেল তা টেরই পেল না। অবশ্য এতদিনে গ্রাম অনেক বদলে গেছে। বদলে গেছে বদরুলও। সুন্দর করে ইন করে চোখে একজোড়া কালো চশমা লাগিয়ে এদিক সেদিক ঘুরছে। লাল রঙের প্যান্ট আর গাঢ় সবুজ রঙের শার্টে যতই বিদঘুটে লাগুক না কেন এতে বদরুলের কিছু যায় আসে না। বদরুল নিজেকে সেলিব্রেটি মনে করে। যাকে যখন যেভাবে পায় তাকে বলে, সে একজন সেলিব্রেটি। এইতো কিছু দিন আগে তার সাথে ছবি তোলা নিয়ে কী এক ঘটনা ঘটে গেল। বদরুল সেলিব্রেটি মানুষ তার সাথে সবাই ছবি তুলবে এটিই স্বাভাবিক ঘটনা। কিন্তু কেউই তার সাথে ছবি তুলতে আগ্রহী নয়। এখন কেউ যদি ছবি তুলতে আগ্রহী না হয় তবে তাকে আগ্রহী করে তোলা তো বদরুলেরই দায়িত্ব। রাস্তার মধ্যে কয়েকজন লোককে দেখে বদরুল বলল,
- শুনুন, আমি সেলিব্রেটি বদরুল বলছি।
- তো আমরা কী করতাম?
- করার তো অনেক কিছুই আছে।
- কী আছে?
- আমার সাথে মানে একজন সেলিব্রেটির সাথে ছবি তুলবেন। ও এটা কিন্তু ফেসবুকে দেবেন। সুন্দর একটা ক্যাপশন দিয়ে আমাকে ট্যাগ করবেন।
- আমাদের হাতে অত সময় নাই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলব। যা দূরে যা।
- মুখ সামলে কথা বলবেন, আপনারা একজন সেলিব্রেটির সাথে কথা বলছেন।
- সেলিব্রেটি, হা হা। তুই সেলিব্রেটি হইলি কবে?
- আমি সেলিব্রেটি পুরো গ্রাম জানে আপনারা জানেন না, আশ্চর্য। কি ক্ষ্যাত প্রকৃতির লোক। এ জন্য গ্রামের উন্নতি হয় না।
এ কথা শুনে এক লোক ঠাস করে একটা চড় বসিয়ে দিলো বদরুলের গালে। আর রাগী সুরে বলল,
- গ্রাম নিয়ে আর কখনো কিছু বললে হাড্ডি গুঁড়া কইরা দিমু।
- আমি আরো বলুম, তোরা আনস্মার্ট, এবার কী করবি কর?
- বদরুল তুই মুরব্বিদের তুই করে বললি?
- আমি সেলিব্রেটি। যা ইচ্ছা তা করুম।
এ কথা শুনে আবারো ঠাস করে আরেকটা চড় দিলো বদরুলের গালে। বদরুল শুধু চেয়ে চেয়ে দেখল।
গার্লস স্কুলের পাশে দাঁড়িয়ে সবার সাথে পরিচিত হচ্ছে বদরুল। নিজেকে সেলিব্রেটি দাবি করা বদরুলের কথা শুনে মেয়েরা খিলখিল করে হাসে। বদরুলও তাদের সাথে হাসতে থাকে। একটা মেয়েকে কাছে ডেকে বদরুল বলল,
- এক্সকিউজ মি, একটা কথা বলব।
- বলেন।
- আমি সেলিব্রেটি বদরুল।
- তো কী হয়েছে।
- না মানে তোমার হাসিটা অনেক সুন্দর তাই বলছি কী...
- কী বলছেন?
- না মানে একজন সেলিব্রেটির সাথে তুমি চাইলেই ছবি তুলতে পারো।
- আমি তুলতে চাই না।
- আরে না না, এ রকম করো না। আসো আসো, আসো তো একটা সেলফি হয়ে যাক।
- ভাইয়া, শুনুনÑ আমার একটা ভালো মোবাইল আছে বাসায়। আমার ভাইকে ফোন দিই ও নিয়ে আসুক। এলে সেটা দিয়ে ছবি তুলব।
- দারুণ তো, দ্রুত নিয়ে আসতে বলো।
কিছুণ পর মেয়েটার ভাই দলবল নিয়ে হাজির। এসেই বদরুলকে উত্তম মধ্যম দিতে লাগল।
- আরে আরে গায়ে হাত তোলেন কেন? আমি একজন সেলিব্রেটি।
- তুই কিসের সেলিব্রেটি?
- ফেসবুক সেলেব্রেটি।
- আসল সেলব্রিটিরই খানা নাই। আর তুই হইলি ফেসবুক সেলিব্রিটি। মার এটারে ভালো কইরা।
না, কেউ এখানে সেলিব্রেটিকে সম্মান করতে জানে না। তাই বদরুল রাগে ােভে গ্রাম ছাড়ল।

 


আরো সংবাদ



premium cement

সকল