২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

হাত ধোয়া

-

হাত ধুতে হয় খাওয়ার আগে
সাবান কিংবা ছাই দিয়ে
তা যদি না পান তাহলে
যেটা ভালো তাই দিয়ে।

তাই বলে কি কয়লা দিয়ে
হাতটা ধুতে চাবে কেউ?
দরকারেতে না ধুয়ে হাত
পেটটি ভরে খাবে কেউ?

ভুগবে যখন পেটের পীড়ায়
করবে খরচ অর্থ ঠিক
ঔষধ দিবেন ডাক্তার আর
সাথে কিছু শর্ত ঠিক।

চলবে ঔষধ নিয়ম মেনে
শর্তগুলো যায় ভুলে
নোংরা হাতে খাবে আবারÑ
আদৌ তারা খায় ভুলে?

বললে কিছু নীতিকথাও
দেন শুনিয়ে ভাই সবে
হাত ধুয়ে কন কে বড়লোকÑ
না ধুয়ে খায় তাই সবে।


আরো সংবাদ



premium cement