২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

এ কেমন বৈষম্য?

-

ব্যাপারটা যে শুধুই মেয়েদের েেত্র হয় তা নয়, ছেলেরাও বৈষম্যের শিকার হয়। আর এটা হয় ফেসবুকে। আসুন দেখা যাকÑ ফেসবুকে একই স্ট্যাটাস ছেলেরা আর মেয়েরা দিলে কী ঘটে? জানাচ্ছেন মাহবুব নাহিদ
১. একটা মেয়ে স্ট্যাটাস দিলো Ñফিলিং ফ্রেশ।
কমেন্টস
Ñতুমিও ফ্রেশ তোমার অনুভূতিও ফ্রেশ।
Ñতুমি সুন্দর তাই সকাল সুন্দর।
একটা ছেলে ওই একই স্ট্যাটাস দিলোÑ
কমেন্টস
Ñসকাল সকাল বাথরুমে গেছোস তা মাইনসেরে জানান লাগব?
Ñযাহ ব্যাটা হাত ধুইয়া আয়,গন্ধ আসে।

২. একটা মেয়ে স্ট্যাটাস দিলোÑ লুকিং ফর এ বয়ফ্রেন্ড
কমেন্টস
Ñইস! আমি খালি আছি।
Ñআমার বাবার কোটি কোটি টাকা, নাম্বারটা দাও।
Ñআমার দশটা গাড়ি, পাঁচটা ডিএসএল আর!!
একটা ছেলে স্ট্যাটাস দিলোÑ লুকিং ফর এ গার্লফ্রেন্ড
কমেন্ট
Ñতোর মতো ছাগলের লগে কেডা প্রেম করবে?
Ñতোর দাত দিয়া গন্ধ আসে, আগে দাত মাইজা আয়।

৩. একটা মেয়ে স্ট্যাটাস দিলোÑ মোবাইলের একটা বাটনে কাজ করছে না, কী করব?
কমেন্টস
Ñআমি মোবাইলের ইঞ্জিনিয়ার, আমাকে অ্যাড্রেস বলো, আমি এসে দেখছি।
Ñআমার বাবা হাওয়াই কোম্পানির মালিক, দেখা করো, তোমাকে নতুন একটা ফোন গিফট করি।
একই স্ট্যাটাস একটা ছেলে দিলোÑ
কমেন্টস
Ñএইডা পুস্ট দিয়ে জানানোর কী আছে?
Ñধইরা আছাড় মার!

৪. একটা মেয়ে স্ট্যাটাস দিলোÑ ও ছঁরঃ.
কমেন্টস
Ñসমস্যা কী? আগেরটা গেছে যাক, আমাকে চান্স দাও, আমি আরো বেশি ভালোবাসব।
Ñতুমি না থাকলে পৃথিবী একটা পরী হারাবে, এটা করো না প্লিজ।
একটা ছেলে একই স্ট্যাটাস দিলোÑ
কমেন্টস
Ñএহনো মরোস না ক্যারে?
Ñযাউক গা, একটা আগাছা কমল।
Ñতোর মরাই উচিত।

 


আরো সংবাদ



premium cement

সকল