২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পরীার আগে মাথায় যেসব চিন্তা ঘুরঘুর করে

-

পরীার আগে বা আগের দিন রাতে শিার্থীদের মাথায় যেসব চিন্তা ঘুরঘুর করে, তা এবার দেখে নেয়া যাকÑ
হ সারা বছর লেখাপড়া না করে পরীার আগের দিন পড়তে বসার পর বেশির ভাগ শিার্থীর মাথায় এ চিন্তা আসে, এত পড়া কেমনে শেষ করব?
হ পড়তে বসার পর পড়ালেখার কিছু বুঝতে না পারার পর কোর্স টিচারকে মনে মনে গালিগালাজ করা হয় এবং অন্যদের বলা হয়, এসব টিচার কিভাবে বিশ্ববিদ্যালয়ের শিক হলেন? কিছু বুঝাতে পারে না, এদের জন্যই আজকে দেশের এই অবস্থা।
হ পড়াশোনা যদি মেমোরি কার্ডে রেকর্ড করে শেয়ারইটের মাধ্যমে মাথায় ট্রান্সফার করা যেত, তাহলে ভালো হতো।
হ আমেরিকায় এত পরীা নেই, অথচ বাংলাদেশে সারা দিন খালি পরীা আর পরীা।
হ জাপানে কখনো পরীার রেজাল্ট সবার সামনে প্রকাশ করা হয় না। প্রত্যেক শিার্থীকে আলাদাভাবে রেজাল্ট বলা হয় আর আমাদের কেন সবার সামনে রেজাল্ট দেয়া লাগবে?
হ এই পড়ালেখা যে কেডা নামাইছিল, তারে খুঁজে পাইলে হালুয়া বানায়া ফেলতাম।
হ পরীা দিয়ে এসে ল্যাপটপ ওপেন করে আগে একটা মুভি দেখতে হবেÑ এই চিন্তা পরীার হলে মাথায় আসে।
হ পরীার সময় ভাবা হয়, এবার যা হইছে হয়ে গেছে, আগামীবার থেকে একদম নিয়মিত পড়ব। (কিন্তু পরেরবারও আর নিয়মিত পড়া হয় না)
হ পরীা ভালো দিয়ে লাভ কী? ওমুক স্যার তো মোটেও ভালো নম্বর দেয় না।

 


আরো সংবাদ



premium cement

সকল