২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

স্বামীর কথা

-

তোমার সঙ্গে বিয়ে আমার
বিভেদ হবে কেন?
থাকব বাবা-মাকে নিয়ে
মনে থাকে যেন।
নিত্য নতুন ফন্দি আঁটো
যেমন আদা রসুন বাটো
মেয়ের মতো দ্যাখে তোমায়
আপন ভাবে জেনো।

এ সংসারে সোনার জ্যোতি
তুমি বড়ই ভাগ্যবতী
বানে ভেসে কেউ আসিনি
জন্ম দিলো মায়ে
প্রতিবাদী হবই হব
লাগলে আঘাত গায়ে
আর দিও না নুনের ছিটা
ভুলেও কাটাঘায়ে।

হয়তো কোনো এতিমখানার
ছেলে হতাম যদিÑ
তোমার আদেশ নিতাম মেনে
তবু নিতাম কাছে টেনে
পায়ের ওপর পা তুলে রোজ
থাকতে নিরবধি
তুমি যদি না বোঝো কে
বুঝবে ব্যথার নদী?

যে যার আসন যথা-তথা
ফের আলাদা থাকার কথা
আর কোনো দিন একটিবারও
মুখে যদি আনো
সম্পর্কটা ছিন্ন হবে
ভালো করেই জানো
দ্বন্দ্ব-ফ্যাসাদ ছেড়ে এবার
স্বামীর কথা মানো।

 


আরো সংবাদ



premium cement