২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মতি ভাইয়ের গরু কেনা

-


গত ঈদে মতি ভাই গরু কেনা নিয়ে কত আয়োজন করেছে। এলাকার সবচেয়ে বড় গরু কিনেছিলেন। কিন্তু ঈদের আগের রাতে গরু চুরি হয়ে যাওয়ায় অনেক কষ্ট পেয়েছিলেন। এইবার আর মতি ভাই সেই ভুল করবেন না।
মতি ভাই মনস্থির করলেন এবারও সবচেয়ে দামি গরুটা তিনি নিজেই কিনবেন। বড় গরুর খোঁজ নিতে লাগলেন। ইন্টারনেটে ঢুকে মতি ভাই কোথায় বড় গরু পাবেন তার তথ্য জেনে নিলেন। মতি ভাইয়ের গরু কেনার প্রস্তুতি নেয়া শেষ। স্থানীয় টেলিভিশন চ্যানেলে বিশেষ নিউজ প্রচার হচ্ছে মতি ভাই সবচেয়ে দামি গরু কিনতে আজ বাজারে যাচ্ছেন। মতি ভাইয়ের গরু নিয়ে এলাকাবাসীর বেশ আগ্রহ দেখা দিলো। মতি ভাই বেশ হাঁকডাক দিয়ে গরু কেনার জন্য বের হলেন। বাসা থেকে কিছু দূর যেতেই কে যেন মতি ভাইয়ের চান্দি বরাবর একটা জ্বলন্ত সিগারেটের অবশিষ্টাংশ ফেললেন। মতি ভাই, ও মাগো ও মাগো বলে চিৎকার করতে লাগলেন। মতি ভাইয়ের চিৎকার শুনে মানুষ ঝড়ো হতে লাগল। মাথায় হাত দিয়ে বসে আছেন মতি ভাই। কেউ কোনো কিছুই বুঝতে পারছে না। মতি ভাই বললেন, তাকে মারার উদ্দেশ্যে মাথার ওপর জ্বলন্ত আগুন ফেলা হয়। লোকজন বুঝল নিশ্চই মতি ভাই দামি গরু কিনবে এ কারণে হিংসা করেই এ কাজ করল। মানুষজন আশপাশের ডোবা থেকে পানি এনে মতি ভাইয়ের মাথায় ঢেলে দিলো। এ-ই তোরা এ কী করলি! এই পচাগলা আমার মাথায় ঢেলে দিলি? মতি ভাই রাগের সুরে বলতে লাগলেন। বাজারের কাছাকাছি আসার পর মতি ভাই বুঝলেন তিনি টাকা নিয়ে বের হননি। কী আর করা। আবার বাড়ির পথ ধরলেন। আশপাশের সবাই জিজ্ঞেস করল, কী মতি ভাই বাড়ি যাচ্ছেন কেন?
- এটা তোরা বুঝবি না।
- কেন বুঝুম না?
- ব্যাপারটা হইল বের হওয়ার পর একটা দুর্ঘটনা ঘটে গেছে। এখন গরু কিনতে গেলে ভাগ্যে ভালো গরু নাও থাকতে পারে। তাই বাড়ি গিয়ে আবার আসা শুরু করব।
মতি ভাই সোজা বাড়িতে চলে এলো। স্ত্রীর কাছে টাকা চাইল মতি ভাই। স্ত্রী বলে দিয়েছে তাকে শাড়ি কিনে না দিলে সে টাকা দেবে না। মতি ভাই বুঝাতে লাগলেনÑ কোরবান ঈদে শাড়ি কেন? গরু কিনলেই তো হবে।
- গরু তো আছেই।
- গরু আছে মানে?
- তুমি তো একটা গরু।
- বেশি কথা কইয়ো না তাইলে কিন্তু খবর আছে।
- তুমিও বেশি কথা বললে টাকা দিমু না।
শেষ পর্যন্ত মতি ভাই স্ত্রীকে শাড়ির টাকা দিয়েই বাজারে ছুটলেন।
গরুর হাটে ঢোকার আগেই এলাকার পোলাপান ধরল চা-নাশতা খাওয়ানোর জন্য।
- আরে... গরু কেনার পর চা-নাশতা খাওয়াবো। আগেই কেন?
- আরে মতি ভাই দোয়া লাগব না?
মতি ভাই ওদের যুক্তির কাছে হেরে গেল। আস্তে আস্তে গরুর হাটে ঢুকলেন মতি ভাই। গরুর কাছে গেলেই গুঁতা দিতে উদ্যত হয়। মতি ভাই বুঝতেছে না এমন হচ্ছে কেন? একজন বলল, লাল জামা গায়ে দিয়ে আসার কারণে গরু গুঁতা দিচ্ছে। মতি ভাই বেশ বিরক্ত হয়ে গেল। লাল জামাটা খুলে গেঞ্জি পরেই গরু খুঁজছে মতি ভাই। অনেকে জিজ্ঞেস করল,
- মতি ভাই গেঞ্জি গায়ে কেন?
- আরে তোমরা তো স্বাস্থ্যসচেতন না। যে গরম পড়ে তাতে গেঞ্জি গায়ে দেয়া মুশকিল।
বহু কষ্টে মতি ভাই একটা গরু কিনল। হাটের সবচেয়ে দামি গরু। সম্ভবত বিদেশী গরু। গরু নিয়ে রওনা হলেন মতি ভাই। তার সাথে এলাকার পোলাপান সেøাগান দিতে লাগলেন। অল্প কিছু দূর যাওয়ার পর গরু আর হাঁটে না। রাস্তার ওপরেই বসে পড়ে। তাকে কোনোভাবেই নড়াচড়া করানো যাচ্ছে না। মতি ভাইয়ের কপালে চিন্তার ছাপ দেখা দিলো। মাথায় হাত দিয়ে বসে আছেন মতি ভাই। কে যেন একজন বললো, এটা ইন্ডিয়ান গরু। ইঞ্জেকশন দিয়ে মোটা করেছে। মতি ভাই বুঝল সে ঠেকে গেছে। এরচেয়ে কম দাম দিয়ে একটা দেশী গরু কিনলে এ ঝামেলা পোহাতে হতো না।


আরো সংবাদ



premium cement
জামিন পেলেন সাবেক পরিকল্পনামন্ত্রী মার্চের মধ্যে শ্রম আইন সংশোধন করা হবে : শ্রম সচিব ডেঙ্গুতে আরো ২ মৃত্যু, হাসপাতালে ৯৩৪ নোয়াখালীর আ’লীগ নেতা ঢাকা থেকে গ্রেফতার ঢাকায় যখন-তখন সংঘর্ষ-বিক্ষোভ, ইচ্ছে হলেই রাস্তা বন্ধ বিনা সুদে লাখ টাকা ঋণের প্রলোভন : মূল হোতা মোস্তফা আটক উন্নয়ন ব্যয়-বিনিয়োগ স্থবিরতায় অর্থনৈতিক মন্দার আশঙ্কা পরিকল্পনা উপদেষ্টার দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে : সেলিম উদ্দিন ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের সেনাবাহিনীর নিয়ন্ত্রণে মোল্লা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ : ৮ হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

সকল