গরমে চরম কিছু সুবিধা
- মাহবুবুর রশিদ
- ১৬ আগস্ট ২০১৮, ০০:০০
গরমের কথা শুনলে আমরা অনেকেই নাক কুঁচকে ফেলি। তবে গরমকে কাজে লাগিয়ে আমরা চরম কিছু সুবিধা ভোগ করতে পারি, কখনো ভেবে দেখেছেন। আসুন জেনে নেই গরমের চরম কিছু সুবিধা :
সুবিধা নং এক : গরমের চরম এই সুবিধাটি শুধু টাক মাথাওয়ালা লোকরাই উপভোগ করতে পারবেন। প্রচণ্ড গরমে তাদের গরম মাথাকে কাজে লাগিয়ে তারা কাপড় ইস্ত্রি করতে পারবেন, কিংবা টাক মাথা গরম করে মাথায় ডিম ভেজেও খেতে পারবেন। এতে বিদ্যুৎ ও আনুষঙ্গিক খরচ কিছুটা হলেও কমে আসবে।
সুবিধা নং দুই : গরমে যাদের মেজাজটা চরম হয়ে উঠে কেবল তাদের জন্য সুবিধাটি প্রযোজ্য হবে। শীতকালীন দেশের লোকেরা আপনার গরম মেজাজকে কাজে লাগিয়ে রুম হিটার হিসেবে তাদের বাসাবাড়ি গরম করতে পারবে। বিনিময়ে আপনিও পাবেন সামান্য ওয়াসার পানি আই মিন টাকা-পয়সা।
সুবিধা নং তিন : আপনি কি প্রচণ্ড গরম লোক। আপনার গরমে শরমও ভয়ে পালায়, তবে কেবল আপনি এই সুবিধাটি কাজে লাগাতে পারেন। আপনার গরমকে কলকারখানায় কাজে লাগিয়ে তারা তাদের মেশিন গরম করে শক্তি উৎপাদন করতে পারবে।
সুবিধা নং চার : গরমের এই সুবিধাটি শুধু ঠোঁট ফাটা লোকদের জন্যই প্রযোজ্য হবে। শীতকালে আপনার ঠোঁট ফাটা থাকে বিধায় প্রেমিকার সামনে প্রাণখুলে হাসতে পারেন না। গরমে আপনার ঠোঁট থাকবে একদম ফাটাফাটি ভালো। তাই প্রেমিকার সামনে গিয়ে জোরে-সুরে একটা হাসি দিন ...মু..হা..হা..হা..হা।
এ ছাড়া গরমকালে আপনার গরম মেজাজ, গরম মাথা, গরম কথা কাজে লাগিয়ে সহজ পদ্ধতিতে আপনি গরম পানি, চা কিংবা কফি তৈরি করতে পারবেন। এর চেয়ে সহজ পদ্ধতিতে পানি গরম করার অন্য কোনো উপায় থেরাপির জানা নেই।