কোচদের নাম থেরাপি
- মাহবুব নাহিদ
- ০৫ জুলাই ২০১৮, ০০:০০
নাম অনুযায়ী কোচদের খেলার স্ট্র্যাটেজি
লো : লো মানে নিচ অর্থাৎ জোয়াকিম লো বিপ দলকে যেভাবেই হোক নিচে ফেলবেন।
পিজ্জি : বিপ দলের প্লেয়ারকে পিৎজ্জার লোভ দেখিয়ে ভুলিয়ে ভালিয়ে গোল দেয়া।
হার্ভ রেনার্ড : প্লেয়ারদের সাথে বিভিন্ন হার্ভ বা লতাপাতা রাখতে বলেন আর বিপ দল কাছে আসলে খাইয়ে দেন।
দিদিয়ের দেশাম : দিদির কাছে প্রেমের নিউজ বলে দিবো এমন ভয় দেখালেই ইচ্ছা করে হেরে যাবে এমনই শিা দিচ্ছেন।
তিতে : সব প্লেয়ারের হাতে তিতে করলার রস থাকবে, বিপ দল এলেই মুখে লাগিয়ে দিতে হবে। খেলা তো দূরে থাক, মাঠ ছেড়েই পালাবে।
সাউথগেট : দণি দিকে একটা গেট বানিয়ে দণিা বাতাস মাঠে ঢুকিয়ে প্রতিপকে ঘায়েল করা।
পেটকোভিচ : পেটে কোপ দিলে ভুড়ি বের হয়ে যাবে তখন খেলা বাদ হাসপাতালে যেতে হবে।
অস্কার তাবারেজ : তার হাতে রয়েছে সব অস্কার পাওয়া অভিনেতা, বিপ দল কাছে এলেই ব্যথা পাওয়ার অভিনয় করবে আর আদায় করে নিবে ফ্রি কিক, পেনাল্টি ও লাল কার্ড!
আগে হারিয়ে দে : নিজেরা হারার আগেই হারিয়ে দিতে হবে বিপকে, এমনই নিয়ম ডেনমার্ক কোচের!
শিষে : সেনেগালের কোচ শিষের ট্যাকটিক্স হলো বিপ দলের প্লেয়ারের সামনে শিষ দেয়া।