২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সেদিন সেলুনে

-

আব্বা নিজের ঘরে বসে পেপারের বিনোদন পাতায় প্রকাশিত তার প্রিয় নায়িকা সুচিত্রার প্রতিবেদন পড়ছেন দেখে ভাবলাম এখন আর তাকে ডিস্টার্ব করব না। কিন্তু ডিস্টার্ব না করে উপায়ও নেই। আব্বার কাছ থেকে যে আমার এক হাজার টাকা নিতে হবে। শেষ পর্যন্ত আব্বার ঘরে ঢুকলাম। আমাকে দেখে আব্বা উৎসাহী গলায় বললেন।
‘কি রে, কিছু বলবি?’
‘ইয়ে মানে!’
‘বল!’
‘আমার এক হাজার টাকা লাগবে।’
‘কেন?’
‘একটা এতিম ছেলেকে দান করতে হবে। ছেলেটির নাকি স্কুল ড্রেস নেই। শুনে আমার খারাপ লাগল।’
‘বাহঃ, এ তো ভালো কাজ। এই নে এক হাজার টাকা।’
আব্বার দেয়া এক হাজার টাকা পেয়ে নাচতে নাচতে নিজের ঘরে চলে এলাম। এই যে এতিম ছেলেকে টাকা দান করব বলে টাকা চেয়ে আনলামÑ এটা সম্পূর্ণ মিথ্যে। আব্বাকে মিথ্যে বলতে হলো। তা না হলে টাকা পেতাম না। কারণ এই টাকা দিয়ে আজ আমরা সব বন্ধু দলবেঁধে সিনেমা দেখতে যাবো। সিনেমার কথা বললে আব্বা টাকা দিতেন না, বরং উল্টো মেরে তক্তা বানিয়ে ফেলতেন।
বারান্দা থেকে দেখলাম আব্বা বাড়ি থেকে বের হচ্ছেন। মিনিট দশেক পর আমিও রওনা দিলাম। বন্ধুরা আমার জন্য কলেজ রোডে অপেক্ষা করছে। আমি গেলেই সবাই সিনেমা হলের দিকে রওনা দেবে।
বাজারে কৌশিকের সেলুনের দোকানের সামনে আসতেই মনে হলো আমার শেভ করা দরকার। ঢুকলাম সেলুনে। কৌশিক ছাড়া আর কোনো কর্মচারী নেই। কৌশিক এক মনে এক মাঝ বয়সীকে শেভ করছে। লোকটার মুখমণ্ডল ফোম দিয়ে এতই ঢাকা যে তার চেহারা দেখাই যাচ্ছে না। আমি বসলাম তার পাশের চেয়ারে। লোকটার শেভের পরপরই কৌশিক আমার শেভ শুরু করবে। আমি সে সময়ের অপেক্ষায় বসে রইলাম। এরই মাঝে বন্ধু হিমেলের ফোনÑ
‘কিরে, তুই কই? তোর জন্য সবাই বসে আছে।’
‘দশ মিনিট ওয়েট কর দোস্ত। একটা সুখবর আছে।’
‘কী?’
‘এতিমকে দান করব বলে আব্বার কাছ থেকে এক হাজার টাকা উদ্ধার করলাম। আব্বা বুঝতেই পারেনি এই টাকা দিয়ে আমরা সিনেমা দেখব। আমার আব্বা অনেকটা বোকা।’
‘হা হা হা।’
লাইন কেটে দিলো হিমেল। কৌশিকের এক মনে শেভ করানো লোকটার মুখ থেকে ফোম মুছে ফেলার পর ভূত দেখার মতো আমি চমকে উঠলাম। ফোম সরানোর পর দেখলাম আমার পাশে যিনি বসে আছেন তিনি স্বয়ং আমার আব্বা। আমার জানের পানি শুকিয়ে গেল। আব্বা সব শুনছেন? মাই গড! এখন কী হবে।
তেমন কিছুই হয়নি। শেভ শেষে আব্বা আমায় অভয় দিয়ে বললেন, ‘দেখো বাবা, তোমার বয়সে আমরাও সিনেমা দেখেছি। এটা তো খারাপ কিছু না। টাকার জন্য মিথ্যে না বললেও চলত। খালি খালি পাপের পাল্লা ভারী করা ভালো কাজ নয় বাবা।’
এই বলে আব্বা সোজা সেলুন থেকে বের হয়ে গেলেন। আব্বার কথায় আমার ভেতরটা গলে গেল।


আরো সংবাদ



premium cement
‘নানা গুজবে’ সেন্টমার্টিনে বিধিনিষেধ বুটেক্স শিক্ষার্থীদের ওপর পলিটেকনিক শিক্ষার্থীদের হামলা না’গঞ্জের পপি হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর ও জেলা কমিটি গঠিত চট্টগ্রামে অগ্নি দুর্ঘটনার ঝুঁকিতে শতাধিক মার্কেট যোগ্যতা থাকা সত্ত্বেও বৈষম্যের শিকার পল্লবী ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মাহবুব কুবির সাথে ইবনে সিনা ট্রাস্টের চুক্তি, ২৫ শাখায় মিলবে সেবা এলাকাবাসীকে চাঁদাবাজি থেকে বিরত থাকতে কায়কোবাদের খোলা চিঠি ধলেশ্বরী নদীর মোল্লারহাট ফেরিঘাট অবৈধ দখলদারের নিয়ন্ত্রণে মোহন মিয়ার মৃত্যুবার্ষিকী আজ ট্রাস্ট ফান্ড বৃত্তি পেলেন ঢাবির ১৫ শিক্ষার্থী

সকল