মশারা যদি দেয়াল লিখন করত
- ২৮ জুন ২০১৮, ০০:০০
বিভিন্ন দাবি দাওয়া আদায় এবং অন্যায়ের প্রতিবাদে মানুষের মতো মশারাও যদি দেয়াল লিখন করত, তাহলে কেমন হতো? তাদের লেখার স্টাইল নিয়ে কিছু কাল্পনিক আইডিয়া তৈরি করেছেন মাহবুবুর রশিদ
হ মানবের রক্ত বৃথা যেতে দেবো না।
হ স্বেচ্ছায় রক্ত দিন, মশাদের জীবন বাঁচান।
হ যদি সুস্থ থাকতে চান, মশারি ছাড়া নিশ্চিন্তে ঘুমান।
হ কয়েল, অ্যারোসল নিপাত যাক, মশক সমাজ মুক্তি পাক।
হ অবিলম্বে মশাদেরকে শিল্পীর মর্যাদা দেয়া হোক।
হ একটা, দুইটা মানুষ ধরো, রক্ত চুষে পেট ভরো।
হ মশারির কারখানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও।
হ দাবি মোদের একটাই, ডেঙ্গু নিয়ে বাঁচতে চাই।
হ চিকুনগুনিয়া এবং ম্যালেরিয়াকে হ্যাঁ বলুন।
হ মশা মারতে কামান ক্যান, কর্তৃপক্ষ জবাব চাই।
হ মানুষের হাতের তালু, ভেঙে দাও গুঁড়িয়ে দাও।