২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বাবার গান

-

বাবা মানে একটি হাসি
এগিয়ে চলার বল,
আমার মুখে দেখতে হাসি
খুঁজে মিছে ছল।
বাবা মানে পুরান জামায়
কয়েক বছর পার,
আমার জন্য সুখ খুঁজিতে
জীর্ণ শরীর হাড়।
বাবা মানে স্নেহের পরশ
আমার মাথার ঢাল,
স্বপ্ন দেখার প্রথম মানুষ
তিল থেকে হয় তাল।
বাবা মানে রাতের আকাশ
আমি হলাম চান,
সার্থক হলো জন্ম আমার
লিখে বাবার গান।


আরো সংবাদ



premium cement