ঈদ শপিং এড়ানোর কৌশল
- মাহবুবুর রশিদ
- ০৭ জুন ২০১৮, ০০:০০
ঈদের শপিং মানেই ঝক্কি-ঝামেলা। কেনাকাটা নিয়ে মহা ভাবনায় পড়তে হয়। শপিংয়ের জন্য স্ত্রীর নানা বায়নায় আপনার কান ঝালাপালা হয়ে যায়। তাই নিচের বাতলে দেয়া টিপসগুলো অনুসরণ করে নিশ্চিন্তে ঈদ শপিং এড়াতে পারেন আপনিও।
হ ঈদের শপিং এড়াতে অসুস্থতার ভান ধরতে পারেন। যখনই আপনার স্ত্রী মানে আমাদের ভাবী ঈদের শপিংয়ের জন্য বায়না ধরবে, তখনই আপনি বনে যাবেন হার্টের রোগী। তবে হার্ট যে, বুকের বাম পাশে থাকে এটা কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে।
হ অফিস থেকে বাসায় ফেরার পথে মলম পার্টির খপ্পড়ে পড়ে মানিব্যাগ, এটিএম কার্ড, মাস্টার কার্ড সব খুইয়েছেন স্ত্রীর কাছে এরকম মিথ্যা অভিযোগ করে ঈদ শপিং এড়াতে পারেন। তবে এ েেত্র নাকের মধ্যে অবশ্যই কিছু মলম লাগানো থাকতে হবে।
হ শপিংমলে ক্রেতাদের ভিড়ে চিকুনগুনিয়া মশার দল দফায় দফায় আক্রমণ করতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে। স্ত্রীকে এরকম উদ্ভট ভয় দেখিয়েও শপিং এড়াতে পারেন।
হ গত বছরের ঈদ শপিংয়ের টাকা এখনো পরিশোধ করতে না পারায় দোকানের মালিক আপনাকে হন্যে হয়ে খুঁজছে। এ বছর শপিংয়ে হাতের কাছে পেলে আপনার কল্লাটা কেটে রাখবে। ডান হাত, বাম হাতের পর এরকম একটা মিথ্যা অজুহাত দাঁড় করিয়েও স্ত্রীর কাছ থেকে শপিং এড়াতে পারেন।
হ এ ছাড়াও শপিংমলের কাপড়গুলোতে এ বছর তেলাপোকা, ছারপোকার দল ঘুর ঘুর করছে স্ত্রীকে এরকম ভয় দেখান। তেলাপোকার কথা শুনেই স্ত্রীর বারোটা বেজে যাবে। আর আপনিও রেহাই পাবেন শপিং থেকে।