২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

খাদ্যে ভেজাল

-

চলো, আজ বাসার পাশের হোটেলে খেতে যাই।
বাসি খাবার খেতে ওই হোটেলে যাওয়ার দরকার কি? খাবার একদিন ফ্রিজে না রেখে বাসি করে খাও।

একদিনের বাসি খাবার আর বেচবেন না।
কী করব স্যার! একদিনের বেশি বাসি খাবার আবার কাস্টমার ধরে ফেলে।

এই কলা হিট দিয়া পাকাইছো ক্যান?
স্যার খালি কেমিক্যালে পাকতে সময় একটু বেশি লাগে তো।

এই ফরমালিন মেশানো খাবার আপনি নিজে খান?
অবশ্যই খাই, তবে ফরমালিন দেয়ার আগে।

খাবারে ভেজালবিরোধী অভিযানকে আমি স্বাগত জানাই।
আমিও জানাই, যদি আমার রেস্টুরেন্টে অভিযান না চালায় তবে।


আরো সংবাদ



premium cement