২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১, ২৫ রজব ১৪৪৬
`

শামিকে বিয়ে করছেন সানিয়া? মুখ খুললেন টেনিস তারকার বাবা

শামিকে বিয়ে করছেন সানিয়া? - ফাইল ছবি

টেনিস দুনিয়ায় ভারতের আন্তর্জাতিক মুখ সানিয়া মির্জা। টেনিস কোর্টে সাফল্য তার সহজাত হলেও ব্যক্তিগত জীবনে বেশ খারাপ সময়ের মধ্যে দিয়েই যাচ্ছেন তিনি। পাকিস্তানি ক্রিকেট শোয়েব মালিককে বিয়ে করে সংসার করছিলেন এই তারকা। আচমকাই চলতি বছরের শুরুতেই শোয়েব মালিকের তৃতীয় বিয়ের খবর আসতেই জানা যায় যে আগেই সানিয়া তাকে তালাক দিয়েছেন। এবার শোনা যাচ্ছে যে ফের বিয়ে করতে চলেছেন সানিয়া, তবে এবার পাত্র ভারতেরই এক স্পোর্টস তারকা।

কিছুদিন আগেই শোনা যায় যে ভারতীয় ক্রিকেটের তারকা মোহম্মদ শামিকে বিয়ে করতে চলেছেন সানিয়া। সানিয়ার মতোই ব্যক্তিগত জীবনে বিপত্তির শেষ নেই শামির। বাইশগজে সাফল্য যতই আসুক, তাকে নিয়ে হাজারও অভিযোগ রয়েছে তার স্ত্রী হাসিন জাহানের। তাদের বিবাহ বিচ্ছেদের মামলা এখনো চলছে। গুজব চলছিল যে, শামির সঙ্গেই বিয়ে করতে চলেছেন সানিয়া। ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে এই খবর।

সম্প্রতি হজে গিয়েছিলেন সানিয়া মির্জা। শোয়েবের সাথে ডিভোর্সের প্রায় পাঁচ মাস কেটে গিয়েছে। আপাতত ছেলে ও টেনিস নিয়েই ব্যস্ত তিনি, এমনটাই বলেছিলেন টেনিস আইকন। তবে খেলাধুলো থেকে একটা ব্রেক নিয়ে সম্প্রতি হজ করতে গিয়েছিলেন তিনি। পরিবারের সাথেই হজে গিয়েছিলেন তিনি। এর মাঝেই ছড়িয়ে পড়ে তার বিয়ের খবর। এবার এই বিষয়ে মুখ খুললেন সানিয়ার বাবা ইমরান মির্জা।

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে সানিয়ার বাবা ইমরান মির্জা জানিয়েছেন, 'যে খবর ছড়িয়েছে তা একদম মিথ্যা। সানিয়ার সঙ্গে শামির কোনো দিন দেখা পর্যন্ত হয়নি।' মেয়ের নামে এই গুজবে রেগে লাল সানিয়ার বাবা। পাশাপাশি আর্জিও জানিয়েছেন, এমন ভুল খবর নিয়ে আলোচনা না বাড়াতে।

হজে যাওয়া প্রসঙ্গে সম্প্রতি সানিয়া ইনস্টাগ্রামে লেখেন, 'প্রিয় বন্ধু এবং প্রিয়জনদের জানাতে চাই, আমি হজের পবিত্র যাত্রা শুরু করার অসাধারণ সুযোগ পেয়ে ধন্য হয়েছি। আমি এই রূপান্তরমূলক অভিজ্ঞতার জন্য প্রস্তুতি নিচ্ছি। কোনো ভুল-ত্রুটির জন্য আপনাদের ক্ষমা চাইছি। মুক্তি এবং আধ্যাত্মিক পুনর্নবীকরণের এই সুযোগের জন্য আমার হৃদয় কৃতজ্ঞতায় পূর্ণ। আমি দোয়া করি যে আল্লাহ আমার দোয়া কবুল করবেন এবং আমাকে এই রহমতময় পথে পরিচালিত করবেন। আমি বিরাট ভাগ্যবান এবং অপরিসীম কৃতজ্ঞ। আমি এক জীবনকালের যাত্রা শুরু করলাম। আপনাদের চিন্তা এবং দোয়ায় আমাকে রাখুন। আমার হৃদয় যেন আরো নম্র হয়। এবং শক্তিশালী নীতি নিয়ে আরো ভালো মানুষ হিসেবে ফেরার আশা করলাম।'
সূত্র : জি নিউজ, জিও টিভি


আরো সংবাদ



premium cement
১১৫ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন আফতাবনগরে চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই শনিরআখড়ায় প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত ঢাবি ও সাত কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২০ হত্যা মামলায় সালমান এফ রহমান ৩ দিনের রিমান্ডে ট্রাম্পের শুল্ক নীতি চীনের অর্থনীতিকে চাপে ফেলতে পারে ঢাবি ভিসির সাথে ৭ কলেজের অধ্যক্ষদের জরুরি সভা চলছে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে চরমোনাই পীরের সাথে বৈঠকে মির্জা ফখরুল খুলনাসহ ১৬ জেলায় জ্বালানি তেল সরবরাহ ও পরিবহন বন্ধ নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যত বিভাগ আছে, তা আগামী ৬ মাসের মধ্যে সংস্কার করা সম্ভব : মিয়া গোলাম পরওয়ার

সকল