২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১, ২৫ রজব ১৪৪৬
`

জকোভিচকে ইতিহাসের সেরা খেলোয়াড় বললেন নাদাল

- ছবি : বাসস

টেনিসে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী নোভাক জকোভিচকে ইতিহাসের সেরা খেলোয়াড় হিসেবে আখ্যায়িত করলেন রাফায়েল নাদাল।

স্প্যানিশ অনলাইন মিডিয়া এল অবজেকটিভ ডে লা সেকটাতে দেয়া এক সাক্ষাতকারে যখন নাদালকে প্রশ্ন করা হয়েছিল, ‘কে সেরা?’ তখন নাদাল অকপটেই স্বীকার করেছেন, ‘পরিসংখ্যান সব বলে দিচ্ছে, হ্যাঁ আমার কাছেও ইতিহাসের সেরা খেলোয়াড়ই জকোভিচই।’

স্প্যানিশ তারকা নাদালের ২২ গ্র্যান্ড স্ল্যামের রেকর্ড ছাড়িয়ে জকোভিচ সর্বোচ্চ ২৪টি শিরোপা জয় করেন। এত বড় সাফল্য সত্ত্বেও বিশ্বের এক নম্বর এই সার্বিয়ান তার কোর্টের বাইরের বিতর্ক নিয়ে প্রায়ই সমালোচনার মুখে পড়েছেন।

এ সম্পর্কে নাদাল বলেন, যে ধরনের ইমেজ তাকে নিয়ে রচিত হয়েছে প্রকৃত সত্য আসলে তা নয়। আমি মনে করি, সে একজন ভালো মানুষ। কিছু কিছু হতাশাজনক মুহূর্ত সকলেরই আসে। নোভাক হয়তো হতাশার থেকে কখনো কোনো ম্যাচে র‌্যাকেট ভেঙ্গেছেন। কিন্তু তার পর মুহূর্তেই আবারো সে ম্যাচে ফিরে এসে শতভাগ দেবার চেষ্টা করেছে। একজন খেলোয়াড়ের এই গুন আমি অন্য কারো মধ্যে দেখিনি।’

৩৭ বছর বয়সী নাদাল বর্তমান ইনজুরির সাথে লড়াই করছেন। কোমরের ইনজুরির কারণে ২০২৩ সালের প্রায় পুরোটাই কোর্টের বাইরে ছিলেন। গত মাসে আবারো ইনজুরিতে পড়ে অস্ট্রেলিয়ান ওপেন খেলতে পারেননি। ক্যারিয়ারের শেষ সময়ে এসে স্বদেশী উঠতি তারকা কার্লোস আলকারাজের ভূয়শী প্রশংসা করেছেন নাদাল। ইতোমধ্যেই মাত্র ২০ বছর বয়সী আলকারাজ দু’টি গ্ল্যান্ড স্ল্যাম শিরোপা জিতে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও দখল করেছিলেন।

নাদাল বলেন, ‘কার্লোস একজন অসাধারণ খেলোয়াড়। একজন পরিপূর্ণ টেনিস খেলোয়াড়ের সব গুণ তার মধ্যে আছে। এই বয়সে তার মধ্যে কোনো ধরনের দূর্বলতা আমি দেখতে পাইনি। দুর্দান্ত একটি ক্যারিয়ারের সব ধরনের গুনাবলী তার মধ্যে আছে।’

সূত্র : বাসস/এএফপি


আরো সংবাদ



premium cement
শনিরআখড়ায় প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত ঢাবি ও সাত কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২০ হত্যা মামলায় সালমান এফ রহমান ৩ দিনের রিমান্ডে ট্রাম্পের শুল্ক নীতি চীনের অর্থনীতিকে চাপে ফেলতে পারে ঢাবি ভিসির সাথে ৭ কলেজের অধ্যক্ষদের জরুরি সভা চলছে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে চরমোনাই পীরের সাথে বৈঠকে মির্জা ফখরুল খুলনাসহ ১৬ জেলায় জ্বালানি তেল সরবরাহ ও পরিবহন বন্ধ নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যত বিভাগ আছে, তা আগামী ৬ মাসের মধ্যে সংস্কার করা সম্ভব : মিয়া গোলাম পরওয়ার ঢাবি প্রো-ভিসির পদত্যাগের ৪ ঘণ্টার আল্টিমেটাম লেবানন-ইসরাইল যুদ্ধবিরতি চুক্তি ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর

সকল