সঙ্কটময় মুহূর্তে আল্লাহর ওপর ভরসা রাখতে ভক্তদের বললেন সানিয়া মির্জা
- নয়া দিগন্ত অনলাইন
- ২৯ অক্টোবর ২০২২, ১৮:৩১
জীবনের সঙ্কটময় মুহূর্তগুলোতে আল্লাহর ওপর ভরসা রাখতে ভক্তদের প্রতি আহ্বান জানিয়েছেন ভারতীয় টেনিস তারকা ও পাকিস্তানি বধূ সানিয়া মির্জা।
সম্প্রতি তিনি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তার এক কোটি ১০ লাখ ফলোয়ারের প্রতি এ আহ্বান জানান।
ইনস্টাগ্রামে সানিয়া লিখেছেন, ‘আল্লাহ তায়ালা জানেন, আপনার মন ভালো নেই। আপনি পেরেশান। আপনার জন্য এ অবস্থা মেনে নেয়া কঠিন হচ্ছে। তিনি এ-ও দেখছেন, আপনি উত্তরণের চেষ্টা করছেন। আল্লাহ তায়ালার কাছে অনেক দোয়াও করছেন। তবে মনে রাখবেন, তিনি জানেন কিসে আপনার প্রকৃত কল্যাণ। তিনি আপনাকে কেবল কল্যাণের পথেই পরিচালিত করবেন। এজন্য সর্বাবস্থায় আল্লাহ তায়ালার উপর ভরসা রাখুন। আল্লাহ তায়ালার ফায়সালায় সন্তুষ্ট থাকুন।’
এক সন্তানের জননী ৩৫ বছর বয়সী সানিয়া আরো লিখেছেন, ‘প্রত্যেকেরই একটি একান্ত স্থান থাকা প্রয়োজন। যেখানে সে পুরো পৃথিবী থেকে অন্তর্হিত হয়ে থাকতে পারবে। সেটা এমন নিরিবিলি হবে যে, হৃদয়ের স্পন্দন পর্যন্ত শোনা যাবে। তবে অশান্ত হলেও প্রশান্তি লাভ করা সম্ভব। ওই স্থানটি হতে পারে আল্লাহ তায়ালার দরবার।’
পাকিস্তানি বিখ্যাত ক্রিকেটার শোয়েব মালিকের স্ত্রী সানিয়া মির্জা কয়েক দিন আগেও একটি ভিডিও শেয়ার করেছিলেন। ভিডিওটিতে দেখা যায়, একটি টেনিস কোর্টে দাঁড়িয়ে সানিয়া তার ছেলে ইজহান মির্জা মালিককে টেনিস বিষয়ে কিছু শেখাচ্ছেন। এ সময় তার হাতে র্যাকেট ছিল। তিনি ভিডিওটির ক্যাপশনে লিখেছেন, ‘কখনো কল্পনাও করিনি আমি টেনিস তারকা মা হব। কিন্তু আমি এখন সেটাই।’
সূত্র : জিও নিউজ
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা