২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

টেনিসকে বিদায় বললেন ফেদেরার

টেনিসকে বিদায় বললেন ফেদেরার - ছবি : সংগৃহীত

টেনিস থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সুইস তারকা রজার ফেদেরার। আগামী সপ্তাহে লন্ডনে হতে যাওয়া লেভার কাপই হবে তার শেষ এটিপি টেনিস ইভেন্ট।

বৃহস্পতিবার সোস্যাল মিডিয়ায় দেয়া এক স্ট্যাটাসে ৪১ বছর বয়সী ফেদেরার জানান, ‘আমি আগামীতে আরো টেনিস খেলব। তবে, গ্র্যান্ড স্লাম বা সফরে আর খেলছি না। আমি জানি এটি খুব কঠিন সিদ্ধান্ত। তবে, উদযাপন করার মতো আরো অনেক কিছু আছে।’

এককভাবে ২০টি গ্র্যান্ড স্লাম জিতে ক্যারিয়ার শেষ করেন ফেদেরার। যা রাফায়েল নাদাল (২২) ও নোভাক জোকোভিচের (২১) পর তৃতীয় সর্বোচ্চ। আটটি শিরোপা নিয়ে উইম্বলডনে পুরুষ টেনিসের ইতিহাসে সবচেয়ে সফল ফেদেরার।

গত বছরের উইম্বলডনে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়ার পর ১৮ মাসের ব্যবধানে তৃতীয়বার হাঁটুর অস্ত্রোপচার হয় ফেদেরারের। এর পর থেকে টুর্নামেন্টে আর টেনিস খেলেননি এই সুইস তারকা।

বিদায়ের ঘোষণার মধ্য দিয়ে ফেদেরার তার টেনিসের ২৪ বছরকে অভিহিত করেন ‘একটি অবিশ্বাস্য দুঃসাহসিক অভিযান’ হিসেবে। বলেন, ‘মাঝে মাঝে মনে হয় সবকিছু যেন ২৪ ঘণ্টার মধ্যে চলে গেছে। আমি ভাগ্যবান যে, আমি কিছু মহাকাব্যিক ম্যাচ খেলেছি। যা আমি কখনোই ভুলবো না।’


আরো সংবাদ



premium cement