০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ন ১৪৩১,
`

২৫ বছরে প্রথমবার, ফেডেরারের নাম ছাড়াই প্রকাশিত এটিপি ক্রমতালিকা

২৫ বছরে প্রথমবার, ফেডেরারের নাম ছাড়াই প্রকাশিত এটিপি ক্রমতালিকা - ছবি : সংগৃহীত

১৯৯৭ সালের শেষ দিক থেকে পেশাদার টেনিস খেলতে শুরু করেন রজার ফেডেরার। তার পর থেকে কখনো এমন ঘটনা ঘটেনি। উইম্বলডনের পর এটিপি যে ক্রমতালিকা প্রকাশ করল তাতে নামই নেই রজার ফেডেরারের। অবিশ্বাস্য হলেও এটাই বাস্তব।

গত ২৫ বছরে প্রথম বার ফেডেরারের জায়গা হল না এটিপি ক্রমতালিকায়। চোটের জন্য গত ৫২ সপ্তাহ কোর্টের বাইরেই থাকতে হয়েছে সুইস খেলোয়াড়কে। গত বছর উইম্বলডনের পর আর টেনিস খেলেননি ফেডেরার। তাই এটিপি ক্রমতালিকায় জায়গা হলো না ২০টি গ্র্যান্ড স্ল্যামের মালিকের। অথচ পেশাদার টেনিসে পা রাখার সময়, ১৯৯৭ সালের ১৬ সেপ্টেম্বর ফেডেরার ছিলেন এটিপি ক্রমতালিকায় ৮০৩ নম্বরে। এই ফেডেরারই মোট ৩১০ সপ্তাহ বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় ছিলেন। টানা ২৩৭ সপ্তাহ ফেডেরারকে শীর্ষচ্যুত করতে পারেননি কোনো টেনিস খেলোয়াড়।

উইম্বলডন শুরুর আগেও ফেডেরার ছিলেন এটিপি ক্রমতালিকায় প্রথম ১০০-র মধ্যে। ৯৭ নম্বরে। তাতে তিনি যেকোনো গ্র্যান্ড স্ল্যামেই সরাসরি খেলার সুযোগ পেতেন। কিন্তু মাত্র দু’সপ্তাহেই তার নাম উধাও হয়ে গেল ক্রমতালিকা থেকে। শেষ ৫২ সপ্তাহের অর্জিত পয়েন্টের হিসাবে এটিপি বা ডব্লুটিএ ক্রমতালিকায় জায়গা পান টেনিস খেলোয়াড়রা। কিন্তু গত ৫২ সপ্তাহে ফেডেরার কোনো ম্যাচ না খেলায় কোনো র‌্যাঙ্কিং পয়েন্ট নেই তার সংগ্রহে। তাই এটিপি ক্রমতালিকার বাইরেই চলে গেলেন ফেডেরার।

অন্য দিকে, ২১তম গ্র্যান্ড স্ল্যাম জিতেও ক্রমতালিকায় তিন ধাপ নেমে গিয়েছেন নোভাক জোকোভিচ। রাশিয়া এবং বেলারুশের টেনিস খেলোয়াড়দের খেলতে না দেয়ায় এবারের উইম্বলডন থেকে পয়েন্ট প্রত্যাহার করে নেয় এটিপি এবং ডব্লুটিএ। সে কারণেই র‌্যাঙ্কিং পয়েন্ট খুইয়েছেন জোকার। উইম্বলডনে ভালো পারফরম্যান্সের সুবাদে ক্রমতালিকায় উন্নতি হয়নি কারোরই।
সূত্র : আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement
দেশের ৬৯ কারাগারের মধ্যে অতি ঝুঁকিপূর্ণ ১৭ : কারা মহাপরিদর্শক আমরা হিন্দু-মুসলমান একসাথে লড়াই করে দিল্লির দাসত্বকে খান খান করে দেবো : রিজভী আজমির শরিফ : খাজা মইনুদ্দিন চিশতির দরগাহের ইতিহাস জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে রাশিয়া ও আমেরিকার বাকবিতণ্ডা ‘শেখ হাসিনা সরকার সবকিছু ধ্বংস করে গেছে’ পুলিশের ওপর হামলার মামলায় ১২ আসামির রিমান্ড মঞ্জুর দেনার দায়ে শক্ত অবস্থান হারাচ্ছে যুক্তরাষ্ট্র? বাংলাদেশ কঠিন সময় পার করছে : প্রধান উপদেষ্টা নতুন মামলায় আনিসুল-ইনু-রাশেদ-পলকসহ গ্রেফতার ৯ যুবদল নেতা শামীম হত্যা : আ.লীগের রোকেয়া-মোস্তফা রিমান্ডে লেবানন থেকে বৃহস্পতিবার দেশে ফিরবেন ১০৫ বাংলাদেশী

সকল