০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ন ১৪৩১,
`

গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে প্রথম আরব নারী জাবিউর

- ছবি - রয়টার্স

প্রথম আরব নারী হিসেবে গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে পৌঁছে গেলেন ওন্স জাবিউর। ২৭ বছর বয়সী এই টেনিস প্লেয়ার তিউনিসিয়ার বাসিন্দা। প্রতিদ্বন্দ্বি মারি বোজকোভাকে ৩-৬, ৬-১, ৬-১ সেটে হারিয়ে সেমিফাইনালে পৌঁছান তিনি।

বর্তমানে ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে খেলছেন জাবিউর। শনিবার ১০৩তম র‌্যাঙ্কিংয়ে থাকা তাঞ্জানা মারিয়ার সাথে লড়বেন তিনি। এর আগে তাঞ্জানা জার্মান জুলে নিয়েমারকে পরাজিত করে সেমিফাইনালে পৌঁছান।

প্রতিপক্ষ মারি বোজকোভা সম্পর্কে জাবেউর বলেন, ‘আমি জানতাম তার বিপক্ষে এক একটি পয়েন্ট জেতার জন্য আমাকে ঘাম ঝরাতে হবে।’

তিনি আরো বলেন, ‘তিনি একজন প্রতিভাবান খেলোয়াড়। খুব খুশি যে, দ্বিতীয় সেটের সময় আমি জেগে উঠে ছিলাম এবং এর চেয়ে তৃতীয় সেটে আরো ভালো খেলেছিলাম।’

সেমিফাইনালে জাবিউরের প্রতিপক্ষ তার ‘বার্বিকিউ’র সঙ্গী তাঞ্জানা মারিয়া। মাতৃত্বের ছুটি কাটিয়ে ফিরেছেন গত বছর। দ্বিতীয় সন্তানের জন্মের পর টেনিস কোর্টে ফিরেই প্রথমবারের মতো পৌঁছেছেন গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে।

প্রতিপক্ষ সম্পর্কে জাবিউর বলেন, ‘তাঞ্জানার সাথে খেলা খুব কঠিন হবে। আমি তাকে খুব পছন্দ করি। তার পরিবারটি অসাধারণ। সে আমার খুব ভালো বন্ধু। আমি আসলেই খুব খুশি যে, সে সেমিফাইনালে উঠেছে।’

সূত্র : আল-জাজিরা


আরো সংবাদ



premium cement