০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ন ১৪৩১,
`

ফরাসি ওপেনের ফাইনালে নাদাল, গুরুতর আঘাতে কোর্টেই লুটিয়ে পড়লেন জেরেভ

ফরাসি ওপেনের ফাইনালে নাদাল, গুরুতর আঘাতে কোর্টেই লুটিয়ে পড়লেন জেরেভ - ছবি : সংগৃহীত

ফরাসি ওপেনের ফাইনালে চলে গেলেন রাফায়েল নাদাল। রোববার রোলাঁ গাঁরোয় ১৪তম ফাইনালে নামবেন ক্লে কোর্টের সম্রাট। দ্বিতীয় সেট চলাকালে গুরুতর চোট পেয়ে ম্যাচ থেকে ছিটকে গেলেন আলেক্সজান্ডার জেরেভ। প্রায় তিন ঘন্টা গড়িয়ে গিয়েছিল ফরাসি ওপেনের প্রথম সেমিফাইনাল। প্রথম সেট টাইব্রেকারে ৭-৬-এ জিতে এক সেটে এগিয়ে ছিলেন নাদাল। দ্বিতীয় সেটে চলছিল তীব্র লড়াই। গড়িয়েছিল টাইব্রেকারে। সেটের ফল ৬-৬ চলছিল। আচমকা চোট পেয়ে কোর্টেই শুয়ে পড়েন জেরেভ। উঠে দাঁড়াতেই পারেননি। হুইলচেয়ারে বসিয়ে তাকে কোর্টের বাইরে নিয়ে যাওয়া হয়। বন্ধ হয়ে যায় ম্যাচ। কোর্টের ধারে চেয়ারে তখন অপেক্ষারত রাফা। ম্যাচের ভাগ্য কী হবে তখনও কেউ জানে না। মিনিট সাতেক পর লকার রুম থেকে আবার কোর্টে ফেরেন নাদালের জার্মান প্রতিপক্ষ। তবে হেঁটে বা হুইলচেয়ারে নয়, ক্রাচ হাতে। যন্ত্রণাক্লিষ্ট মুখ, চোখ দিয়ে গড়াচ্ছে পানি। চেষ্টা করেও কান্না চেপে রাখতে পারেননি জেরেভ।

সুরকির সম্রাটের বিরুদ্ধে তিন ঘণ্টার লড়াইয়ের পর এভাবে কোর্টকে বিদায় জানাতে হবে মানতে পারছিলেন না। কিন্তু ভাগ্যের পরিহাস।

রোলাঁ গাঁরো খালি হাতে ফেরায় না তাদের রাজাকে। তবে এভাবে হয়তো ফাইনালে যেতে চাননি নাদাল। প্রতিপক্ষকে যন্ত্রণায় কাতরাতে দেখে কোর্টের অন্যপ্রান্ত থেকে ছুটে এসেছিলেন রাফা। জেরেভের শুশ্রূষা চলাকালীন পাশেই দাঁড়িয়েছিলেন স্প্যানিশ তারকা। কিন্তু ডাক্তার, ফিজিওদের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও আর কোর্টে ফিরতে পারেননি জার্মান টেনিস তারকা। মাঝপথে ম্যাচ ভণ্ডুল হয়ে যাওয়ায় বিজয়ী ঘোষণা করা হয় নাদালকে।
ম্যাচ শেষে জেরেভের সুস্থতা কামনা করেন রাফা। নাদাল বলেন, 'এরকম ঘটনা মেনে নেয়া সত্যিই খুব কঠিন। ওর জন্য খুবই খারাপ লাগছে। অসাধারণ খেলছিল। তাকে কাঁদতে দেখে ভীষণ খারাপ লেগেছে। আশা করছি দ্রুত সুস্থ হয়ে আবার কোর্টে ফিরবে।'

জেরেভের চোট নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি। তবে বোঝাই যাচ্ছে চোট গুরুতর। ফরাসি ওপেনের সেমিফাইনালে শেষ কবে এরকম দৃশ্য দেখা গিয়েছে মনে করা যাচ্ছে না।
সূত্র : আজকাল


আরো সংবাদ



premium cement