জোকার হারিয়ে নাদাল দেখালেন রোলা গাঁরোর সম্রাট এখনো তিনিই
- নয়া দিগন্ত অনলাইন
- ০১ জুন ২০২২, ০৫:৫৫
ফরাসি ওপেনের সেমিফাইনালে রাফায়েল নাদাল। বিশ্বের এক নম্বর নোভাক জোকোভিচকে হারিয়ে দিলেন লাল সুরকির সম্রাট।
প্রথম সেটে নাদাল প্রায় কোনো জায়গাই ছাড়েননি জোকোভিচকে। ৬-২ ব্যবধানে সার্বিয়ার টেনিস তারকার বিরুদ্ধে প্রথম সেট জেতেন তিনি। সমস্ত চোট উপেক্ষা করে নাদাল নিজের সবটুকু দিয়ে লড়াই করতে নেমেছিলেন। প্রথম সেট থেকেই সেটা স্পষ্ট দেখা যাচ্ছিল। জোকোভিচ তাকে কোর্টে দৌড় করালেন, ব্যাকহ্যান্ড মারতে বাধ্য করলেন, তবু নাদাল লড়াই চালিয়ে গেলেন।
দ্বিতীয় সেটে নাদাল একটা সময় এগিয়েছিলেন ৩-০ ব্যবধানে। পরের গেমটি জিতে নেন জোকোভিচ। সেই গেম জয়ের পরেই সার্বিয়ার টেনিস তারকার মুখে দেখা গেল হাসি। প্রথম বার স্বস্তির হাসি জোকোভিচের মুখে। নাদাল চিন্তিত। ডাবল্ ফল্ট করলেন। জোকোভিচ ম্যাচে ফিরতে শুরু করলেন। দ্বিতীয় সেটে ৬-৪ ব্যবধানে জিতে হুঙ্কার দিলেন জোকোভিচ। নাদাল সমর্থকদের মনে আশঙ্কা। ম্যাচ কি হাত ছাড়া হতে চলেছে?
তৃতীয় সেটেই নাদাল বুঝিয়ে দিলেন কেন তাকে লাল সুরকির রাজা বলা হয়। তৃতীয় সেট জিততে নাদাল সময় নিলেন মাত্র ৪১ মিনিট। দ্বিতীয় সেটে দাপট দেখানো জোকোভিচকে এবার দৌড় করালেন নাদাল। কোর্টের মাঝ খানে দাঁড়িয়ে জোকোভিচকে এ প্রান্ত থেকে অন্য প্রান্তে দৌড় করালেন বার বার।
বহু টেনিস বিশেষজ্ঞ বলেছিলেন, রাত যত বাড়বে তত মুশকিল হবে নাদালের। স্প্যানিশ তারকা নিজেও সেটা স্বীকার করে নেন। তিনিও দিনের আলোয় খেলতে চেয়েছিলেন।
সূত্র : আনন্দবাজার পত্রিকা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা