০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

হালিমা ও কাব্য চ্যাম্পিয়ন

- ছবি : নয়া দিগন্ত

শাহজালাল ইসলামী ব্যাংক বিজয় দিবস টেনিসে বালিকা অনূর্ধ্ব-১৮ এককে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) হালিমা হাজান এবং বালক অনূর্ধ্ব-১৪ এককে কাব্য গায়েন চ্যাম্পিয়ন হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) জাতীয় টেনিস কমপ্লেক্সে হালিমা ৬-৩, ৬-৩ সেটে জান্নাতুন ফেরদৌসকে এবং কাব্য প্রো টেনিস অ্যাকাডেমীর আকাশ হোসেনকে ৭-৬ , ৬-২ সেটে পরাজিত করেন।

আগামীকাল মূল পর্বে আর্মি অফিসার্স ক্লাবের জারিফ আবরার এবং আমেরিকান ক্লাবের রুস্তম আলী ফাইনালে খেলবেন। গতকাল সেমিতে আবরার ৬-৩, ৬-৪ সেটে উত্তরা ক্লাবের জাওয়াদ মোহাম্মদ ভুইয়াকে এবং রুস্তম আলী ৬-১, ৬-২ সেটে মাহাদি হাসান আলভিকে হারিয়ে ফাইনালে ওঠেন।


আরো সংবাদ



premium cement