১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

‘বিয়ের আগেই আমার মা ইসলাম গ্রহণ করেন’

আমিনা ইলিয়াস - ফাইল ছবি

পাকিস্তানের শোবিজ অঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী আমিনা ইলিয়াস জানিয়েছেন যে- তার মা বিয়ের আগেই ইসলাম গ্রহণ করেছিলেন। বৃহস্পতিবার ডেইলি জংগ আমিনা ইলিয়াসের একটি সাক্ষাৎকার প্রকাশ করে। সেখানেই অভিনেত্রী বিষয়টি নিয়ে মুখ খুলেছেন।

এ সময় নিজের ক্যারিয়ার ও ব্যক্তিজীবন নিয়েও কথা বলেছেন আমিনা ইলিয়াস। তিনি জানিয়েছেন, তার নানাবাড়ির লোকেরা ছিল খ্রিস্টান ধর্মের। এজন্য তার বাবাকে বিয়ে করার জন্য তার মা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন।

তিনি বলেন, আমার বাবা যখন মারা যান, তখন আমাদের সব সম্পদ দখল হয়ে যায়, কিছুই বাকি ছিল না। কিন্তু আমাদের মা পেশায় একজন নার্স ছিলেন, বাবার চলে যাওয়ার পর সব প্রতিকূলতাকে সাহসের সাথে মোকাবিলা করেছেন তিনি এবং আমাদের চার বোনকে নিজ হাতে বড় করেছেন।

সূত্র : ডেইলি জংগ

 


আরো সংবাদ



premium cement