২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আজ প্রচারিত হবে ‘ইত্যাদি’

আজ প্রচারিত হবে ‘ইত্যাদি’
আজ প্রচারিত হবে ‘ইত্যাদি’ - ছবি : সংগৃহীত

দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ প্রচারিত হবে আজ।

হানিফ সংকেতর রচনা, পরিচালনা ও উপস্থাপনায় অনুষ্ঠানটি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর।

এবারের ইত্যাদি ধারণ করা হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ছাত্রজীবনের স্মৃতিবিজড়িত ত্রিশালের দরিরামপুরে।

কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী ও তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ‘অগ্নি–বীণা’র শতবর্ষ উদযাপন উপলক্ষেই ইত্যাদির এবারের পর্ব ধারণের জন্য ত্রিশালকে বেছে নেয়া হয়। পর্বটি ধারণ করা হয়েছে গত ১৭ জুলাই।

এবারের অনুষ্ঠানে নজরুলসংগীত গেয়েছেন বাপ্পা মজুমদার ও প্রিয়াঙ্কা গোপ। সহযোগিতা করছেন একদল নজরুলসংগীতশিল্পী। গানটির সংগীতায়োজন করেছেন মেহেদি। এ ছাড়া রয়েছে জাতীয় কবির তিনটি গান ও দুটি কবিতার সমন্বয়ে সৃষ্ট সংগীতের সাথে স্থানীয় শতাধিক নৃত্যশিল্পীর নাচ।

এই পর্বে বিশেষ অতিথি ছিলেন বিরল বাদ্যযন্ত্র সংগ্রাহক ময়মনসিংহের সন্তান রেজাউল করিম, যিনি দর্শকদের কিছু দেশীয় বাদ্যযন্ত্রের সাথে নতুনভাবে পরিচয় করাবেন।


আরো সংবাদ



premium cement