২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নামাজে অভ্যস্ত হওয়ার পরই যেভাবে হতাশা থেকে মুক্তি পান পাকিস্তানি অভিনেত্রী

নওশীন শাহ। - ছবি : সংগৃহীত

নামাজে অভ্যস্ত হওয়ার পরই হতাশা থেকে মুক্তি পেয়েছেন বলে দাবি করেছেন পাকিস্তানি অভিনেত্রী নওশীন শাহ।

বুধবার জিও নিউজের এক প্রতিবেদনে তিনি এ দাবি করেন।

তিনি বলেন, ‘কাজ ঠিক মতো শেষ করতে না পারার কারণে আমার প্রশান্তি ছিল না। এমনও কিছু রাত অতিবাহিত হয়েছে হতাশার কারণে আমার চোখ বন্ধ হয়নি। তখন আমি সারারাত কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করলাম যে, যেভাবেই হোক আমাকে জায়নামাজ পর্যন্ত পৌঁছে দাও।’

তার ভাষ্য, ‘আল্লাহ আমার দোয়া কবুল করলেন এবং জায়নামাজ পর্যন্ত পৌঁছে দিলেন। আলহামদুলিল্লাহ তারপর থেকে তিনি বছর হয়ে গেল আমি নামাজ ত্যাগ করি না, কোনো ওয়াক্ত ছুটে গেলেও তা সুযোগ মতো কাজা করি। এখন আমার আর কোনো হাতাশা নেই।’

কিন্তু কিভাবে এমন হলো- সে সম্পর্কে নওশীন বলেন, ‘তিন বছর আগে আমি জীবনে সুখ পাচ্ছিলাম না। আমার হৃদয় হতাশাগ্রস্ত ছিল। প্রতিটি কাজই আমি বুঝেশুনে করতাম, কিন্তু এরপরও কোনো কিছুই ভালোভাবে শেষ করতে পারছিলাম না।’

এই পরিস্থিতির শিকার হওয়ার পরই তিনি আল্লাহর কাছে নামাজ আদায়ের তাওফিক চান এবং নামাজে অভ্যস্ত হওয়ার মাধ্যমেই আল্লাহ তাকে হতাশা থেকে মুক্তি দিলেন।

সূত্র : জিও নিউজ


আরো সংবাদ



premium cement