২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ইসলামী জীবনযাপনের ঘোষণা ভারতীয় শোবিজ তারকার, নিয়মিত পরবেন হিজাব

মাহজাবিন সিদ্দিকী। - ছবি : সংগৃহীত

ভারতে হিজাব নিয়ে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই ইসলামী জীবনযাপনের ঘোষণা দিয়েছেন মাহজাবিন সিদ্দিকী নামের এক শোবিজ তারকা। এইকসাথে এখন থেকে নিয়মিত হিজাবও পরবেন তিনি।

মঙ্গলবার একাধিক গণমাধ্যম এ খবর নিশ্চিত করেছে।

জানা যায়, মাহজাবিন সিদ্দিকী ভারতীয় রিয়েলিটি শো ‘বিগ বস, সিজন-১১-এর প্রতিযোগী ছিলেন। সাবেক বলিউড অভিনেত্রী সানা খানের বর্তমান ইসলামী জীবনযাপনে প্রভাবিত হয়ে তিনিও একই পথ অনুসরণের সিদ্ধান্ত নিয়েছেন।

মাহজাবিন সিদ্দিকী নিজের জীবনের মোড় পরিবর্তন নিয়ে ইনস্টাগ্রামে দীর্ঘ এক পোস্ট দিয়েছেন। তাতে তিনি লিখেছেন, ‘আমি এটি এজন্য লিখছি যে, আমি গত দুই বছর যাবত অনেক হতাশাগ্রস্ত ছিলাম। আমি কিছুই বুঝতেছিলাম না যে, আমার কী করা উচিৎ, যাতে আমার প্রাশান্তি মেলে।’

তিনি আরো লিখেন, ‘মানুষ যখন গোনাহ করে, তখন তার ওই গোনাহের স্বাদ কিছুক্ষণ পরেই তো শেষ হয়ে যায় কিন্তু ওই গোনাহ থেকে যাবে কেয়ামত পর্যন্ত। আমি অনুভব করলাম যে, আমি আসল জীবন ভুলে গিয়ে দুনিয়ার লোকদেখানো জীবনযাপন করছি।’

মাহজাবিন লিখেন, ‘আল্লাহর নাফরমানি করে মানুষের কখনো সুখ লাভ হয় না। আপনি মানুষকে খুশি করার জন্য যত ভালো কাজই করুন এবং তাদেরকে যত সময়ই দেন, তারা কখনোই আপনার সঠিক মূল্যায়ন করবে না। তাই এরচেয়ে ভালো হলো- আপনি আপনার সময় আল্লাহকে খুশি করার জন্য ব্যয় করুন, যাতে আমার-আপনার আখেরাত সুন্দর হয়।’

পোস্টের শেষ দিকে তার ভাষ্য, আমি গত এক বছর ধরে সানা খানকে অনুসরণ করে আসছি। তার কথাবার্তা আমাকে মুগ্ধ করেছে। তাকে দেখে আমার ভেতরটা উপদেশ গ্রহণের প্রতি আগ্রহী হয়।’

এরপরই তিনি শোবিজ ছাড়ার ঘোষণা দেন। অনুভূতি জানিয়ে লিখেন, আল্লাহর কাছে তওবা করার পর আমার যে প্রশান্তি লাভ হয়েছে তা আমি মুখে বর্ণনা করতে পারব না। যে প্রশান্তি আমি খুঁজছিলাম তা নামাজ আদায়ের মধ্যে পেয়েছি। একইসাথে আমি এ সিদ্ধান্তও নিয়েছি যে, এখন থেকে নিয়মিত হিজাব পরিধান করব।’

মাহজাবিনের দীর্ঘ এই পোস্টে মন্তব্য করেছেন সানা খান। তিনি বলেছেন, ‘মাশাআল্লাহ! আল্লাহ আপনাকে সাহস ও দৃঢ়তা দান করুন এবং দুনিয়ার মানুষের জন্য আপনাকে কল্যাণ ও প্রশান্তির মাধ্যম বানান।’

সূত্র : ডেইলি জং ও এক্সপ্রেজ নিউজ


আরো সংবাদ



premium cement
প্রয়োজনে ইটনা-মিঠামইন সড়ক ভাঙা হবে : উপদেষ্টা ফরিদা আবদুল কাদের মোল্লার ফাঁসি কেন ভোলা উচিত নয় কপ-২৯ সম্মেলনে জলবায়ু অর্থায়ন নিয়ে তীব্র বিতর্ক নরসিংদীতে পেঁয়াজ ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার আড়াইহাজারে অটোরিকশার বেপরোয়া গতিতে গৃহবধূর মৃত্যু মহারাষ্ট্রে জয়ের পথে এনডিএ রোহিঙ্গা সঙ্কট নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা প্রতিদ্বন্দ্বীর চেয়ে বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা রাশিয়ার সেই আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সম্পর্কে যা জানা গেছে বড়াইগ্রামে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু জ্বালানি খাতে সাশ্রয় হয়েছে ৩৭০ কোটি টাকা : উপদেষ্টা

সকল