২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

দাদাগিরি’র সেটে দেবকে ‘হুঁশিয়ারি’ সৌরভের

দাদাগিরি’র সেটে দেবকে ‘হুঁশিয়ারি’ সৌরভের -

একটি কাজ করতেই হবে দেবকে। জানিয়ে দিলেন খোদ ‘দাদা’ সৌরভ গঙ্গোপাধ্যায়। কাজটি না করতে পারলে বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতাকে ছাড়বেন না বলে হুঁশিয়ারিও দেন ভারতের সাবেক অধিনায়ক। সবটাই মজার ছলে। রিয়ালিটি শো ‘দাদাগিরি’র মঞ্চেই দেখা যাবে দাদা ও দেবের এমনই সব রসিকতা।

২৪ ডিসেম্বর মুক্তি পাচ্ছে দেবের নতুন ছবি ‘টনিক’। তারই প্রচারে ‘দাদাগিরি’তে গিয়েছিলেন দেব। শুটিংয়ের ফাঁকে সৌরভের সাথে একটি ভিডিও শুটও করেন। সেখানে ছিলেন পরিচালক অভিজিৎ সেনও। ভিডিওয় অভিজিৎ ও দেবের প্রশংসা করেন সৌরভ। দেবের ‘গোলন্দাজ’ ছবি বক্স অফিসে সাফল্য পেয়েছে সেকথাও জানান সৌরভ।

এরপরই ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট জানান, ‘দাদাগিরি’র প্রত্যেক মৌশুমে ছবির প্রচার করতে সেটে এসেছেন দেব। এবার থেকে দেবকে একটি করে স্পেশ্যাল সিনেমা তৈরি করতে হবে। আর সেই সিনেমার প্রচার করতে ‘দাদাগিরি’তে অবশ্যই আসতে হবে। নাহলে তিনি দেবকে ছাড়বেন না।

‘দাদা’ সৌরভের কথা হাসি মুখেই মেনে নেন দেব। জানান, সৌরভ তার অত্যন্ত কাছের মানুষ। একেবারে পরিবারের মতো। তার পাশাপাশি মনে করিয়ে দেন, ২৪ ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘টনিক’। সকলে যেন হলে গিয়ে সিনেমাটি দেখেন।

ইচ্ছেপূরণের গল্প ‘টনিক’। নাম ভূমিকাতেই রয়েছেন দেব। পরাণ বন্দ্যোপাধ্যায় ও শকুন্তলা বড়ুয়ার চরিত্রের ইচ্ছেপূরণ করতে দেখা যায় তাকে। ছবিতে পরাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলের চরিত্রে অভিনয় করছেন সুজন মুখোপাধ্যায়। রয়েছেন তনুশ্রী চক্রবর্তী, রজতাভ দত্ত, কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের মতো অভিনেতারা।
সূত্র : সংবাদ প্রতিদিন


আরো সংবাদ



premium cement
রোহিঙ্গা সঙ্কট নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা প্রতিদ্বন্দ্বীর চেয়ে বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা রাশিয়ার সেই আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সম্পর্কে যা জানা গেছে বড়াইগ্রামে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু জ্বালানি খাতে সাশ্রয় হয়েছে ৩৭০ কোটি টাকা : উপদেষ্টা বৈষম্যহীন রাষ্ট্র পেতে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে : সাকি নাটোরে বাসে তল্লাশি, সাড়ে ৯ লাখ জাল নোটসহ গ্রেফতার ৫ জনগণ সংস্কার কম বুঝে, আগে জিনিসপত্রের দাম কমান : গয়েশ্বর রায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ৮৮৬ চুয়াডাঙ্গায় ৪০ লাখ টাকা মূল্যের স্বর্ণের গহনা জব্দ চৌদ্দগ্রাম প্রেসক্লাবের নতুন সভাপতি ফরায়েজী ও সেক্রেটারি বেলাল

সকল