বিজ্ঞাপনে শাহেদ-মিলি
- বিনোদন প্রতিবেদক
- ০৬ মে ২০২১, ১০:০২
ছোট পর্দার পরিচিত দুই মুখ শাহেদ শরীফ খান ও ফারহানা মিলি। সম্প্রতি তারা জুটি হয়ে কাজ করেছেন একটি বিজ্ঞাপনচিত্রে। মাহমুদুল্লাহ সোহাগের পরিচালনায় গত ২ এপ্রিল ঢাকার বিভিন্ন লোকেশনে অনলাইন মার্কেটপ্লেস ই-ভুবনের এ বিজ্ঞাপনটির শুটিং হয়েছে। ফারহানা মিলি বলেন, ‘অনেক দিন পর একটা কাজ করলাম। শাহেদ ভাই ও আমার এ কাজটি ভালো লাগবে মানুষের। সুন্দর একটা গল্প আছে এতে।’
ই-ভুবনের কর্ণধার দেলোয়ার আহমেদ বলেন, ‘অনলাইনের মাধ্যমে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও কাজ করা যায়। তাই ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহককে সঠিক সময়ে সঠিক পণ্য, সঠিক মূল্যমান নির্ধারণ করে দেশ ও দেশের বাইরে সুনামের সাথে ব্যবসা করতে চাই। এ কারণেই বিজ্ঞাপনটি নির্মাণ করা। আশা করছি, সবার ভালো লাগবে।’ নির্মাতা মাহমুদুল্লাহ সোহাগ জানান, শিগগির বিজ্ঞাপনটি দেশের বিভিন্ন টিভি চ্যানেল ও অনলাইনে প্রচার করা হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা