করোনার ভয় কাটিয়ে ক্যামেরার সামনে মোশাররফ করিম
- নয়া দিগন্ত অনলাইন
- ০৫ জুলাই ২০২০, ২৩:০৪
শুটিংয়ের অনুমতির দেয়ার পরও কাজে ফিরতে দ্বন্দ্বে ছিলেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। সেই দ্বন্দ্ব কাটিয়ে তিন মাসের বেশি সময় পর ক্যামেরার সামনে দাড়িয়েছেন তিনি।
করোনাভাইরাসের সংক্রমণের ভয়ে সব তারকারাই শুটিং থেকে দূরে ছিলেন তারকারা। সম্প্রতি শুটিং শুরু হওয়ায় দীর্ঘ বিরতি ভেঙে একে একে শুটিংয়ে ফিরছেন তারকারা। প্রায় তিন মাস লাইট, ক্যামেরা, অ্যাকশনের বাইরে ছিলেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। এবার দীর্ঘ বিরতি কাটিয়ে হাজির হলেন ক্যামেরার সামনে। ঈদের জন্য নির্মিত ‘বড় লোকের বেটি’ শিরোনামের একটি নাটকের শুটিং শেষ করেছেন তিনি। নাটকটিতে তার বিপরীতে অভিনয় করেছেন ঊর্মিলা শ্রাবন্তী কর। পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু।
মোশাররফ করিম বলেন, ‘করোনা ভাইরাসের জন্য শুটিং বন্ধ ছিলো এত দিন। এখন শুটিং শুরু করছি। সেটা অবশ্যই প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে। কারণ আগে সুস্থতা। পরে কাজ। আশা করব সবাই স্বাস্থ্যবিধি মেনেই শুটিং করবেন।’
তার আগে ‘উইশ’ নামের আরো একটি নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম। এটি নির্মাণ করেছেন রায়হান খান।
বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো সবচেয়ে বেশি দামে কিনে নেয় মোশাররফ করিম অভিনীত নাটক।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা