বাবাকে অবহেলার পরিণতি দেখিয়েছে ‘উপহার’
- আলমগীর কবির
- ০৭ জুন ২০২০, ২২:৫২, আপডেট: ০৭ জুন ২০২০, ২২:৫৮
বৃদ্ধ বাবাকে অবহেলা করে সন্তান কি ধরণের পরিণতি ভোগ করে তা নিখুতভাবে ফুটে উঠেছে ঈদের নাটক ‘উপহারে’। যা সামাজিক মাধ্যমে দর্শকদের প্রতিক্রিয়ায় আরো বেশি স্পষ্ট হয়েছে। মধ্যবিত্ত জীবনের টানাপড়েন সন্তানকে কিভাবে তার শেখর ভুলিয়ে অন্য জগতে নিয়ে যায় তাও চমৎকার ভাবে তুলে ধরেছেন নাটকটির রচয়িতা ও নির্মাতা মিজানুর রহমান আরিয়ান।
সিএমভি প্রযোজিত এই নাটকের প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী।
‘উপহার’ ইউটিউবে উন্মুক্ত হওয়ার পর ৭ জুন পর্যন্ত অতিক্রম করেছে ২৫ লাখ ভিউয়ের ঘর। কমেডির বাইরে গিয়ে সিরিয়াস গল্পের নাটকেও এমন ভিউ হতে পারে—সেটা আবারও প্রমাণ করলেন নির্মাতা-গল্পকার আরিয়ান।
নাটকটির কমেন্ট বক্সে চোখ বোলালে দেখা যাবে, দর্শকদের কণ্ঠে ঝরছে আবেগের বৃষ্টি। বেশিরভাগ মন্তব্য এমন, ‘কান্না যেন থামছেই না আমার। অনেক ভালো লেগেছে। আসলেই বাবা তুমি সাধারণ হয়েও অসাধারণ, ভালোবাসি বাবা।’ আবার কেউ বলছেন, ‘লকডাউনে থেকে বহুদিন পর বাবা-মায়ের সাথে নাটকটি দেখলাম। একটা নাটক দেখতে বসে একই পরিবারের সবক’টি মানুষের চোখে জল, ভাবা যায়! ধন্যবাদ আরিয়ান ভাই, আমাদের চোখটা খুলে দেয়ার জন্য।’
কিন্তু ঈদে তো সাধারণত কমেডি ঘরানার নাটক বেশি চলে। পাশাপাশি চলে রোমান্টিক। অথচ আরিয়ানের ‘উপহার’ সাজানো হয়েছে একজন অসহায় বাবা এবং ছেলে ও ছেলের বৌয়ের গল্প দিয়ে। ঈদ নাটকের মধ্যে যে নাটকটি জনপ্রিয়তা ও প্রশংসার ভোটে এখনও এগিয়ে আছে সবচেয়ে। রহস্য কী?
এর নির্মাতা আরিয়ান বলেন, ‘প্রথমত দর্শক আসলে ভাবতেই পারেনি নাটকটির শেষটা এভাবে হবে! এই ধাক্কাটা আমি দিতে চেয়েছি। এবং মনে হচ্ছে সেটা পেরেছি। পজিটিভ বিষয়, কাজটি দেখে মিডিয়ার প্রচুর মানুষ আমাকে ফোন করছেন। প্রশংসা করছেন। এটা আমার জন্য অনেক প্রশান্তির বিষয়। অন্যদিকে সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবের কমেন্ট বক্সে দর্শকরা যেভাবে প্রতিক্রিয়া জানাচ্ছেন, সত্যিই আমি অভিভূত।’
আরিয়ান জানান, এ পর্যন্ত তিনি অনেক নাটক বানিয়েছেন। বেশিরভাগই জনপ্রিয়তা পেয়েছে। তবে এরমধ্যে মাত্র ২/৩টি নাটক থেকে তিনি পেয়েছেন শতভাগ পজিটিভ প্রশংসা। সেই তালিকায় এবার যুক্ত হলো ‘উপহার’। যে নাটকটির জন্য তিনি এখনও কোনো নেতিবাচক মন্তব্য পাননি।
এদিকে ‘উপহার’ প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু বলেন, ‘গান আর নাটক, যাই হোক- মানের বিষয়ে সিএমভি বরাবরই সচেতন। মিজানুর রহমান আরিয়ানের কাজের মধ্যেও আমরা সেই প্রতিচ্ছবি পেয়েছি। আমরা একসাথে বেশকটি কাজ করেছি। তারমধ্যে সেরা উপহার হয়ে থাকবে ‘উপহার’। কারণ, নাটকটি প্রতিটি দর্শকের বিবেকে নাড়া দিয়েছে। এমন কাজ আমরা আরও উপহার দিতে চাই।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা