‘ঈশ্বরের অশেষ আশীর্বাদে অল্পের জন্য বাঁচলাম’
- নয়া দিগন্ত অনলাইন
- ০২ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৫১
‘মৃত্যুকে পাশে নিয়েই জীবন চলে-এটাই অদ্ভুত মানবজীবন। মানিকগঞ্জ শুটিংয়ে যাওয়ার পথে সকালের সড়ক দুর্ঘটনায় বেশ বড়কিছু ক্ষতি হতে পারত, ঈশ্বরের অশেষ আশীর্বাদে অল্পের জন্য বাঁচলাম মনে হল। এজন্য ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ আর যারা উৎকন্ঠিত হয়েছেন সকালের ছবিও পোস্ট দেখে তাদের সবাইকে জানাই আমি সুস্থ আছি।’
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আজ শনিবার এমনটাই লিখেছেন লাক্স সুপারস্টার ও ছোটপর্দার নায়িকা শানারেই দেবী শানু।
তিনি আরো লিখেছেন, ‘খুব বেশি বড় আঘাত পাইনি তবে পায়ে, ঘাড় ও বুকের মাংসপেশিতে একটু ব্যথা পেয়েছি। আমার শুভাকাঙ্ক্ষী সকল প্রিয়জনদেরকে সবাইকে তৎক্ষণাৎ উত্তর দিতে পারিনি, আমি নিজেও ঘটনাস্থলে ঘটনার আকস্মিকতায় স্তব্ধ হয়ে ছিলাম আর যেহেতু শুটিং ইউনিটের গাড়িতে আমি একাই ছিলাম, ঘটনাস্থলে নিরাপত্তাজনিত বিভিন্ন কারণে সাথে সাথে ফেসবুকে পোস্ট দিয়ে জানানোর চেষ্টা করেছি। যাই হোক,এতকিছুর পরও জীবন থেমে থাকবে না, শিল্পী হিসেবে কাজের শিডিউলের দায়বদ্ধতার জায়গা থেকে হলেও শুটিং করছি। আপনাদের দোয়াপ্রার্থী, দোয়া ও ভালোবাসায় রাখবেন....।’
দুর্ঘটনার পর একটি গণমাধ্যমকে শানু বলেন, ‘আমরা যখন মানিকগঞ্জের যাওয়ার জন্য রওনা হই, তখন একটু সকালই ছিল। কুয়াশাও ছিল। নাটকের ইউনিটের মাইক্রোবাসে ছিলাম আমি আর ড্রাইভার। আমিনবাজার দিয়ে যাওয়ার সময় দ্রুতগতিতে আসা একটি ট্রাক পেছন থেকে আমাদের মাইক্রোবাসকে ধাক্কা দেয়। গাড়ি রাস্তার পাশে খাদে পড়ে যাওয়ার উপক্রম হয়। শেষ পর্যন্ত ড্রাইভার কোনো রকমে গাড়িটি নিয়ন্ত্রণ করেন। এ সময় আমাদের সামনে থাকা আরেকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। আশপাশের মানুষজন ছুটে আসেন। তারা গাড়ি থেকে আমাদের বের করেন। ট্রাক আর ট্রাকের ড্রাইভারকেও আটক করেন। পরে পুলিশও এসেছে। মনে হচ্ছে, এই মাত্র মৃত্যুর হাত থেকে রক্ষা পেলাম।’
সংশ্লিষ্ট ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করে শানু বলেন, ‘আমিনবাজারে এই ট্রাকটি আরেকটু হলে আমাদের গাড়িকে গুঁড়িয়ে দিত। আমরা হয়তো মরেই যেতাম। আজকের সকালই হতে পারত আমার জীবনের শেষ সকাল! এমন অদক্ষ আর লাইসেন্সবিহীন চালকদের জন্য প্রতিনিয়ত কত দুর্ঘটনা হচ্ছে! তাদের জন্য কঠোর আইন তৈরি করুন এবং তা প্রয়োগ করুন। প্লিজ, আপনারা কঠিন পদক্ষেপ নেন।’
জানা যায়, মানিকগঞ্জে জুয়েল শরীফ পরিচালিত ‘বড় বাড়ি’ নাটকের শুটিং হচ্ছে। এটি এক ঘণ্টার নাটক। এই নাটকের অন্যতম অভিনয়শিল্পী শানারেই দেবী শানু।
২০০৫ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ হয়েছিলেন শানু। গত বছর তার অভিনীত ‘মিস্টার বাংলাদেশ’ ছবিটি মুক্তি পায়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা