১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চঞ্চলকে ‘গৃহবন্দী’ করার খবরে তোলপাড় ভারতে, অভিনেতা জানালেন ‘পুরোটাই মিথ্যা’

চঞ্চল চৌধুরী - ছবি : সংগৃহীত

বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। বাংলাদেশের ছাত্র আন্দোলনের সময় নীরবতা নিয়ে ট্রোলের শিকার হয়েছিলেন তিনি। তারপর থেকেই ফেসবুককে একপ্রকার বিদায় জানিয়েছেন চঞ্চল। তবে এখন তাকে নিয়ে একটি মিথ্যা খবরে তোলপাড় চলছে ভারতে। তাকে নাকি গৃহবন্দী করে রাখা হয়েছে। কিন্তু বিষয়টিকে পুরোপুরি মিথ্যা বলে উড়িয়ে দিলেন এ অভিনেতা।

ভারতীয় মিডিয়ায় দাবি করা হয়েছে, ১৭ দিন আগে ঢাকা থেকে নিউইয়র্ক যাচ্ছিলেন চঞ্চল চৌধুরী। দুবাই থেকে নিউইয়র্ক যাওয়ার কথা ছিল তার। পরিকল্পনামাফিক ঢাকা থেকে বিমানেও ওঠেছিলেন তিনি। কিন্তু বিমান ছাড়ার আগে তাকে আটক করে বাংলাদেশের সেনাবাহিনী। এরপর গৃহবন্দী করে রাখা হয়েছে।

এই নিয়ে অবশ্য গর্জে উঠে বাংলাদেশী সংবাদমাধ্যম। জানানো হয়, খবরটি ভুয়া।

বাংলাদেশের একটি পত্রিকাকে অভিনেতা নিজের মুখে বলেন, ‘এমন কোনো ঘটনাই ঘটেনি আমার সাথে। এই খবরের কোনো সত্যতা নেই। পুরোপুরি মিথ্যা। এমনকি গত কয়েক মাস যাবত কোনো সাংবাদিকের সাথেই আমার কথা হয়নি। কিভাবে এ ধরনের সংবাদ প্রকাশ করা হলো, তা আমার জানা নেই।’

অন্যদিকে ভারতের টিভি নাইন বাংলাকেও একই কথা বলেছেন চঞ্চল চৌধুরী। জানিয়েছেন, এই খবর সম্পূর্ণ মিথ্যা। তবে বাংলাদেশের পরস্থিতি নিয়ে কোনোরকম মন্তব্য করতে চাননি চঞ্চল চৌধুরী।

বাংলাদেশে ছাত্র আন্দোলনের সময় চঞ্চলের নীরবতা ভালো চোখে দেখেননি অনেকেই। সর্বশেষ গত ৯ আগস্ট চঞ্চল চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, ‘পেশাগত কারণ ছাড়া কোনোকিছুর সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমার মায়ের চরম অসুস্থতাজনিত কারণে সাম্প্রতিক সময়ে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি সক্রিয় নই। দেশে শান্তি বিরাজ করুক, সকলের মঙ্গল হোক।’

গত মাসে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতারের জেরে দু’দেশের সম্পর্ক আরো তলানিতে ঠেকেছে। তার নিঃশর্ত মুক্তির দাবিতে সরব ভারত। তা নিয়েই বিরোধ চরমে। যদিও শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই বাংলাদেশের বদলে যাওয়া রাজনৈতিক সমীকরণের সাথে সমস্যা তৈরি হয়েছে ভারতের।

সূত্র : হিন্দুস্তান টাইমস


আরো সংবাদ



premium cement

সকল