অ্যাপলের নতুন চমক
- ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
আইফোন ১৬ সিরিজের চারটি মডেলের আইফোনসহ অ্যাপল ওয়াচ ১০ সিরিজের স্মার্টঘড়ি ও নতুন এয়ারপডস আনার ঘোষণা দিয়েছে অ্যাপল। গত সোমবার বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রে শুরু হওয়া ‘ইটস গ্লো টাইম’ অনুষ্ঠানে অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুকের নেতৃত্বে শীর্ষস্থানীয় কর্মকর্তারা নতুন প্রযুক্তি ও পণ্য সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। নতুন আইফোনে উন্নত হার্ডওয়্যার, বর্ধিত এআই সক্ষমতা ও আরো কার্যকর ডিজাইনের ওপর জোর দিয়েছে অ্যাপল-
ষ আহমেদ ইফতেখার
নতুন আইফোন
অ্যাপল ইন্টেলিজেন্স এবং জেনারেটিভ এআইয়ের নিউরাল ইঞ্জিনসহ আইফোন ১৬ সিরিজের ঘোষণা এসেছে। আইফোন ১৬ ও ১৬ প্লাসে ডিএসএলআর ক্যামেরার মতো বাটন যুক্ত করা হয়েছে। এই বাটনের মাধ্যমে সহজেই ছবি তোলা ও ভিডিও করা যাবে। ৬ দশমিক ১ ইঞ্চি পর্দার আইফোন ১৬-এর দাম পড়বে সংস্করণভেদে সর্বনিম্ন ৭৯৯ ডলার। আর ৬ দশমিক ৭ ইঞ্চি পর্দার আইফোন ১৬ প্লাসের দাম পড়বে সংস্করণভেদে সর্বনিম্ন ৮৯৯ ডলার। সাদা, কালো, সবুজ, গোলাপি ও নীল এই পাঁচ রঙে পাওয়া যাবে আইফোন ১৬। আইফোন ১৬ প্রো ও ১৬ প্রো ম্যাক্সের পর্দার আকার যথাক্রমে ৬ দশমিক ৩ ইঞ্চি ও ৬ দশমিক ৯ ইঞ্চি। আইফোন দু’টির দাম পড়বে সংস্করণভেদে সর্বনিম্ন ৯৯৯ ডলার ও এক হাজার ১৯৯ ডলার।
নতুন এ-১৮ চিপ আইফোন ফিফটিনের এ-১৬ বায়োনিক চিপের তুলনায় আরো ভালো পারফরম্যান্স সরবরাহ করবে। অ্যাপল দাবি করছে, এ চিপের সাহায্যে একক কোরের ওপর নির্ভরশীল কাজ যেমন- অ্যাপ চালু করা বা বেসিক অপারেশন সম্পাদন করা অনেক দ্রুত সম্পন্ন হবে। মূলত এ-১৮ চিপের শক্তি আইফোন সিক্সটিনকে নতুন ধরনের স্মার্ট এআই ফিচার সরবরাহ করতে সক্ষম করে তোলে, যা পুরোনো মডেলগুলোয় ছিল না। ফলে ফোনটি আরো স্মার্ট ও জটিল ভিজ্যুয়াল কাজগুলো সহজে করতে পারবে। এ ছাড়া, বিশেষভাবে তৈরি করা ক্যামেরা কন্ট্রোল বাটনটি ডিসপ্লে ট্যাপ না করে, ভলিউম বাটন চাপ না দিয়ে ও রিমোট ট্রিগার ব্যবহার না করেই ছবি তুলতে বা ভিডিও রেকর্ড করতে সহায়ক। অ্যাপল বলছে, এটি ডিএসএলআর ক্যামেরার ক্যাপচার বাটনের মতোই কাজ করে। বাটন টিপলেই ক্যামেরা অ্যাপটি খুলবে ও হালকা প্রেস করলে ছবির বিষয়বস্তু বা সাবজেক্টের ওপর ফোকাস করবে। বাটনটি সম্পূর্ণ প্রেস করে ছবি তোলা যাবে ও এটিকে চেপে ধরে থাকলে ভিডিও রেকর্ডিং শুরু হবে।
অ্যাপল ওয়াচ
অ্যাপল ওয়াচ সিরিজ ১০-এর পর্দা এ যাবৎকালের অ্যাপল ঘড়ির মধ্যে সবচেয়ে বড়। আগের মডেলের তুলনায় ৩০ শতাংশ বড় হওয়ায় ঘড়ির পর্দায় সহজেই ইমেইল বা বার্তা পড়তে পারবেন ব্যবহারকারীরা। ওয়াইড অ্যাঙ্গেল, এলইডি ডিসপ্লেসহ এ ঘড়ির পর্দা ৪০ শতাংশ বেশি উজ্জ্বল। ওয়াচ সিরিজ ১০-এ রয়েছে বিল্টইন ডেপথ ও ওয়াটার টেম্পারেচার সেন্সর। ঘড়িটির দাম পড়বে ৩৯৯ ডলার।
এয়ারপডস
এইচ-৪ চিপসহ এয়ারপডস-৪-এর ঘোষণা এসেছে এ আয়োজন থেকে। ওপেন-ইয়ার ডিজাইনসহ এই এয়ারপডসে অডিওর মান আরো উন্নত হবে। ইউএসবিসি চার্জিং কেসযুক্ত এয়ারপডসে রয়েছে অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন (এএনসি) সুবিধা। সাধারণ সংস্করণের এয়ারপডস-৪-এর দাম পড়বে ১২৯ ডলার। আর এএনসি সুবিধাসহ এয়ারপডস-৪-এর দাম পড়বে ১৭৯ ডলার।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা